IPL 2021, CSK vs MI: আইপিএলে রুতুরাজের চমৎকার ব্যাটিং, বিধ্বংসী ব্র্যাভো, মুম্বইকে হারিয়ে প্রথম পর্বে হারের জবাব চেন্নাইয়ের
এবার আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই অলরাউন্ড পারফরম্যান্স মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের। ব্যাটে-বলে দাপট দেখিয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ রানে জয়ী হল হলুদ ব্রিগেড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমে ব্যাট করে চেন্নাই স্কোরবোর্ডে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান করে। জবাবে মুম্বইকে থামতে হয় ১৩৬ রানে।
চলতি আইপিএলে এই নিয়ে ষষ্ঠ ম্যাচে জয়ী হল চেন্নাই। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৪ তম আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল চেন্নাই।
এবারের আইপিএলের প্রথম পর্বের ম্যাচে মুম্বইয়ের কাছে হারের বদলা সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে নিল ক্যাপ্টেন কুলের দল। প্রথম পর্বের ওই ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে ২১৮ রান করেও শেষরক্ষা করতে পারেনি হলুদ বাহিনী। গতকাল সেই হারের বদলা নিল চেন্নাই।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি চেন্নাইয়ের। কিন্তু দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ব্যাট হাতে রুখে দাঁড়ান রুতুরাজ গায়কোয়াড়।
পঞ্চম উইকেটে রবীন্দ্র জাডেজার সঙ্গে ৮১ রানের রুতুরাজের পার্টনারশিপ লড়াইয়ে ফেরায় চেন্নাইকে। ৫৮ বলে ৮৮ রানের চোখধাঁধানো ইনিংস আসে রুতুরাজের ব্যাট থেকে। সেইসঙ্গে শেষপর্বে ডোয়েন ব্র্যাভোর ব্যাটে ঝড়। মাত্র আট বলে বিধ্বংসী ২৩ রান করেন ব্র্যাভো। দলের স্কোর পৌঁছে যায় ১৫৬-তে।
জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনের আঁটোসাঁটো বোলিংয়ে ইনিংসের প্রথমে প্রবল চাপে পড়ে যায় চেন্নাই।
ফাফ ডুপ্লেসি, মইন, রায়না, ধোনিরা পাওয়ার প্লে-তেই মাত্র ২৪ রানে প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন। কিন্তু রুতুরাজের চমৎকার ব্যাটিং চেন্নাইকে অক্সিজেন দেয়।
১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা খারাপ হয়নি। ৫ ওভারে ৩৫ রান তুলে ফেলেছিল তারা। তবে কুইন্টন ডি'কক ও অনমোলপ্রীত সিংহকে পরপর ফিরিয়ে চেন্নাইকে লড়াইয়ে রেখেছিলেন দীপক চাহার। ৪ ওভারে যিনি মাত্র ১৯ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই।
একমাত্র সৌরভ তিওয়ারি (৪০ বলে ৫০ রান) ছাড়া আর কেউই রান পাননি। তবে সৌরভ তিওয়ারির ব্যাটে তেমন ঝাঁঝ ছিল না। শেষ পর্যন্ত তাদের ১৩৬ রানেই থামতে হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -