RR vs PBKS: লক্ষ্য প্লে-অফ, রাজস্থান ও পাঞ্জাব শিবিরের তাকিয়ে যে তারকা ক্রিকেটারদের দিকে
স্তব্ধ হওয়া আইপিএলের দ্বিতীয় পর্বে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। প্লে-অফের লক্ষ্যে নামতে চলা দুই দল কোন তারকা ক্রিকেটারদের দিকে তাকিয়ে, রইল একঝলকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুমার সাঙ্গাকারা ও রাজস্থান ভক্তরা তাকিয়ে সঞ্জু স্যামসনের দিকে। অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে এবারের আইপিএলে দুরন্ত ছন্দ ছিলেন এই কিপার-ব্যাটসম্যান। খেলেছেন জাতীয় দলের হয়েও। আইপিএলের প্রথমভাগে ২৭৭ রান রয়েছে তাঁর ব্যাটে।
পাঞ্জাব শিবিরের বড় ভরসা কেএল রাহুল। অধিনায়কের দায়িত্ব পেয়ে একার কাঁধে দলকে টেনেছেন আইপিএলের প্রথম পর্বে। ৩৩১ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শিখর ধাওয়ানের (৩৮০) ঠিক পরে থেকে ওরেঞ্জ ক্যাপের দাবিদারও রাহুল।
পাঞ্জাব শিবিরের অপর ওপেনার মায়াঙ্ক আগারওয়ালও ব্যাট হাতে ভরসা দিয়েছেন দলকে। এখনও পর্যন্ত এবারের আইপিএলে তাঁর ব্যাটে এসেছে ২৬০ রান।
গত আইপিএল নিলামে সর্বোচ্চ দর প্রাপক ক্রিস মরিসের অল রাউন্ড স্কিল ভরসা দিয়েছে রাজস্থান শিবিরে। পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার, যথেষ্ট কার্যকরী মরিস।
রাজস্থান শিবিরের বড় ভরসা হতে পারেন লিয়াম লিভিংস্টোন। দ্য হানড্রেডে দারুণ ছন্দে থেকে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েই আইপিএলে খেলতে এসেছেন।
ইউনিভার্স বস। পাঞ্জাব শিবির হোক বা বিশ্ব ক্রিকেট, সকলেই এখনও বেশ ভালভাবে জানে, যেদিনটা ক্রিস গেইলের ব্যাট চলবে, সেদিন কার্যত যে কোনও প্রতিপক্ষই বাউন্ডারি পার।
পাঞ্জাব শিবিরের বোলিং বিভাগের বড় অস্ত্র মহম্মদ সামি। এবারের আইপিএলে ৮ ম্যাচে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি দলের বোলিংকে নেতৃত্বও দিয়েছেন ভারতীয় এই পেসার।
জস বাটলারের পরিবর্তে রাজস্থান দলে নিয়েছে ইভান লিউইসকে। আইপিএলে আগে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি চাপিয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ছিলেন দুরন্ত ছন্দে।
আগের আইপিএলে সকলকে চমকে দিয়েছিলেন রাহুল তেওয়াতিয়া। এবারে মাঝপথে আটকে যাওয়া আইপিএলে চেনা ছন্দ দেখাতে না পারলেও রাজস্থান শিবিরের এই অলরাউন্ডার ব্যাট হাতে কতটা কামাল দেখাতে পারেন, তা জানা ক্রিকেট ভক্তদের।
ঝাই রিচার্ডসনের না খেলার সিদ্ধান্ত পাঞ্জাব শিবিরের কাছে ধাক্কা হলেও নজর রাখুন নাথান এলিসের ওপর। মহম্মদ সামির সঙ্গে জুটি বেঁধে যে কোনও প্রতিপক্ষের ঘুম কেড়ে নিতে পারেন এই পেসার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -