IPL 2023: আইপিএলের ইতিহাসে সর্বাধিক ৭টি সেঞ্চুরি, ফিরে দেখা কোহলির সেই ইনিংসগুলো
ব্যাট হাতে শাসন করাটা তাঁর বাঁ হাতের খেলা যেন। গত এক দশকের ওপরে বিশ্ব ক্রিকেটকে শাসন করে চলেছেন বিরাট কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির মালিক হয়ে গেলেন কোহলি। এখনও পর্যন্ত সাতটি সেঞ্চুরি এই টুর্নামেন্টে হাঁকিয়েছেন তিনি।
২০১৬ সালে আইপিএলের ইতিহাসে নিজের প্রথম সেঞ্চুরিটি হাঁকান কোহলি। গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ৬৩ বলে ১০০ রানের ইনিংস খেলেন। ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি।
২০১৬ তেই রাইজিং পুণে সুপারজায়ান্টস দলের বিরুদ্ধে ৫৮ বলে ১০৮ রান করেন কোহলি। আটটি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান তিনি।
বেঙ্গালুরুতে ২০১৬ সালে ঘরের মাঠে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ফের সেঞ্চুরি। ৫৫ বলে ১০৯ রানের ইনিংস খেলেন তিনি। ৮টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান।
সেই বছরই কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নিজের চতুর্থ আইপিএল সেঞ্চুরি হাঁকান বিরাট। ৫০ বলে ১১৩ রানের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান কোহলি।
২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরির ইনিংস। ৫৮ বলে ১০০ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন কোহলি। ৬৩ বলে ১০০ রানের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা ছিল।
চলতি আইপিএলে আরসিবির শেষ লিগ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও সেঞ্চুরি আসে বিরাটের ব্যাটে। ৬১ বলে ১০১ রানের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -