IPL 2023: কেকেআরের বিরুদ্ধে অভিষেকেই অনন্য নজির গড়লেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর
Arjun Tendulkar Debut: অভিষেকের পর সচিন নিজের ছেলেকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ক্রিকেটীয় দক্ষতায় আস্থা রাখার কথা বলেন, শুভেচ্ছা জানান সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
কেকেআরের বিরুদ্ধে আইপিএল অভিষেক ঘটান সচিন-পুত্র (ছবি: আইপিএল)
1/8
২০১২ সালে প্রথমবার অর্জুন তেন্ডুলকরকে সই করিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারপর দীর্ঘ প্রতীক্ষা। সৈই প্রতীক্ষার অবসান ঘটল রবিবার।
2/8
অবশেষে কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক ঘটান অর্জুন তেন্ডুলকর।
3/8
অধিনায়ক রোহিতের হাত থেকে ক্যাপ পান অর্জুন। তাঁকে প্রথম ওভার বল করতেও দেওয়া হয়।
4/8
রবিবার মাঠে নেমেই ইতিহাস গড়লেন অর্জুন। তেন্ডুলকররাই প্রথম পিতা-পুত্র জুটি যারা আইপিএলে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে।
5/8
অর্জুন অবশ্য দুই ওভারের বেশি বল করেননি। ১৭ রান খরচ করেন তিনি।
6/8
মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসে তেন্ডুলকর স্বয়ং। গ্যালারিতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে বসে।
7/8
বল করতে যখন রান আপ ধরে দৌড়চ্ছেন, গোটা গ্যালারি তখন অর্জুন... অর্জুন... গর্জনে মুখর।
8/8
একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব স্যাচিন... স্যাচিন গর্জনে অভ্যস্ত ছিল। রবিবার দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে নিয়ে উচ্ছ্বাসের ছবি।
Published at : 17 Apr 2023 12:10 AM (IST)