IPL 2023: চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক মেডেন ওভার দিয়েছেন কে?

IPL 2023 Stat: চলতি আইপিএলে এখনও পর্যন্ত এক ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন একজনই। তিনি লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলা ইংল্যান্ডের পেসার মার্ক উড।

তালিকায় শামি ও উডও রয়েছেন (ছবি এএনআই)

1/10
দক্ষিণ আফ্রিকার দীর্ঘকায় পেসার মার্কো ইয়েনসেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেন। ২৬.৬৬ গড়ে বোলিং করেছেন চলতি আইপিএলে। ইকনমি ১০ এর মত।
2/10
এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে খেলেছেন মার্কো। একবার মেডেন ওভার করতে পেরেছেন বাঁহাতি এই পেসার। সেরা বোলিং ফিগার ২/১৬।
3/10
তালিকায় রয়েছেন মহম্মদ শামিও। তিনি গুজরাত টাইটান্সের হয়ে খেলেন আইপিএলে। ১৮.৫০ গড়ে বোলিং করেছেন তিনি। ইকনমি ৮.০৪।
4/10
বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ও জাতীয় দলের তারকা পেসার শামি এবারের আইপিএলে দুটো মেডেন ওভার করেছেন। সেরা স্পেল ৩/২৫।
5/10
আরসিবির হয়ে খেলেন ইংল্যান্ডের তারকা পেসার ডেভিড উইলি। ২৪.৬৬ গড়ে বোলিং করেছেন। ইকনমি ৬.১৬।
6/10
চলতি আইপিএলে এখনও পর্যন্ত বাঁহাতি পেসার উইলি মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। তার মধ্যেই তিনি একটি মেডেন ওভার দিয়েছেন।
7/10
ইংল্যান্ডের আরেক দ্রুতগতির পেসার মার্ক উড লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলেন। তিনিই একমাত্র পেসার যিনি এবারের আইপিএলে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।
8/10
৪ ম্যাচে ঝুলিতে পুরেছেন উড ১১ উইকেট। তার মধ্যে একটি মেডেন ওভারও দিয়েছেন তিনি।
9/10
তালিকায় সবার ওপরে থাকবেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা কিউয়ি অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট। ২১.২২ গড় ও ৭.৯৫ ইকনমি রেটে বল করেছেন বোল্ট।
10/10
এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৬টি ম্যাচ খেলেছেন বোল্ট। তার মধ্যে তিনটি মেডেন ওভার দিয়েছেন বাঁহাতি পেসার।
Sponsored Links by Taboola