IPL 2023: চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক মেডেন ওভার দিয়েছেন কে?
দক্ষিণ আফ্রিকার দীর্ঘকায় পেসার মার্কো ইয়েনসেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেন। ২৬.৬৬ গড়ে বোলিং করেছেন চলতি আইপিএলে। ইকনমি ১০ এর মত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে খেলেছেন মার্কো। একবার মেডেন ওভার করতে পেরেছেন বাঁহাতি এই পেসার। সেরা বোলিং ফিগার ২/১৬।
তালিকায় রয়েছেন মহম্মদ শামিও। তিনি গুজরাত টাইটান্সের হয়ে খেলেন আইপিএলে। ১৮.৫০ গড়ে বোলিং করেছেন তিনি। ইকনমি ৮.০৪।
বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ও জাতীয় দলের তারকা পেসার শামি এবারের আইপিএলে দুটো মেডেন ওভার করেছেন। সেরা স্পেল ৩/২৫।
আরসিবির হয়ে খেলেন ইংল্যান্ডের তারকা পেসার ডেভিড উইলি। ২৪.৬৬ গড়ে বোলিং করেছেন। ইকনমি ৬.১৬।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত বাঁহাতি পেসার উইলি মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। তার মধ্যেই তিনি একটি মেডেন ওভার দিয়েছেন।
ইংল্যান্ডের আরেক দ্রুতগতির পেসার মার্ক উড লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলেন। তিনিই একমাত্র পেসার যিনি এবারের আইপিএলে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।
৪ ম্যাচে ঝুলিতে পুরেছেন উড ১১ উইকেট। তার মধ্যে একটি মেডেন ওভারও দিয়েছেন তিনি।
তালিকায় সবার ওপরে থাকবেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা কিউয়ি অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট। ২১.২২ গড় ও ৭.৯৫ ইকনমি রেটে বল করেছেন বোল্ট।
এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৬টি ম্যাচ খেলেছেন বোল্ট। তার মধ্যে তিনটি মেডেন ওভার দিয়েছেন বাঁহাতি পেসার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -