IPL 2023: ভাঙল কোহলির রেকর্ড, আইপিএলে ইতিহাস গড়লেন ওয়ার্নার
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস পরাজিত হলেও, প্রথম বিদেশি ব্যাটার হিসাবে আইপিএলে ছয় হাজার রান করলেন ডেভিড ওয়ার্নার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলকে জেতাতে না পারলেও, রাজস্থানের বিরুদ্ধে ৬৫ রানের ইনিংসে সকলকে প্রভাবিত করেন ওয়ার্নার। গড়ে ফেলেন রেকর্ডও।
বিরাট কোহলির রেকর্ড ভেঙে দ্রুততম ব্য়াটার হিসাবে মাত্র ১৬৫ ইনিংসে আইপিএলে ছয় হাজার রান করে ফেললেন ওয়ার্নার।
এই ম্যাচেই দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়েও দুই হাজার রান সম্পূর্ণ করেন অজি তারকা ব্যাটার।
বিরাট কোহলি আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক বটে।
তবে কোহলির ছয় হাজার আইপিএল রান করতে লেগেছিল ১৮৮ ইনিংস।
বিরাট, ওয়ার্নার বাদে একমাত্র ব্যাটার হিসাবে শিখর ধবনই আইপিএলে ছয় হাজার রান করেছেন।
ওয়ার্নারের প্রাক্তন সানরাইজার্স সতীর্থের এই মাইলফলক স্পর্শ করতে ১৯৯ ইনিংস সময় লেগেছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -