IPL 2023: ভাঙল কোহলির রেকর্ড, আইপিএলে ইতিহাস গড়লেন ওয়ার্নার

David Warner: ওয়ার্নার এখনও পর্যন্ত আইপিএলে ৪২.২৩ গড় ও ১৩৯.৯৫ স্ট্রাইক রেটে ৬০৩৯ রান করেছেন।

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচেই নয়া ইতিহাস গড়লেন ওয়ার্নার (ছবি: ডিসি ট্যুইটার)

1/8
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস পরাজিত হলেও, প্রথম বিদেশি ব্যাটার হিসাবে আইপিএলে ছয় হাজার রান করলেন ডেভিড ওয়ার্নার।
2/8
দলকে জেতাতে না পারলেও, রাজস্থানের বিরুদ্ধে ৬৫ রানের ইনিংসে সকলকে প্রভাবিত করেন ওয়ার্নার। গড়ে ফেলেন রেকর্ডও।
3/8
বিরাট কোহলির রেকর্ড ভেঙে দ্রুততম ব্য়াটার হিসাবে মাত্র ১৬৫ ইনিংসে আইপিএলে ছয় হাজার রান করে ফেললেন ওয়ার্নার।
4/8
এই ম্যাচেই দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়েও দুই হাজার রান সম্পূর্ণ করেন অজি তারকা ব্যাটার।
5/8
বিরাট কোহলি আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক বটে।
6/8
তবে কোহলির ছয় হাজার আইপিএল রান করতে লেগেছিল ১৮৮ ইনিংস।
7/8
বিরাট, ওয়ার্নার বাদে একমাত্র ব্যাটার হিসাবে শিখর ধবনই আইপিএলে ছয় হাজার রান করেছেন।
8/8
ওয়ার্নারের প্রাক্তন সানরাইজার্স সতীর্থের এই মাইলফলক স্পর্শ করতে ১৯৯ ইনিংস সময় লেগেছিল।
Sponsored Links by Taboola