IPL 2023: গুজরাত-পাঞ্জাব ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে নয়া রেকর্ড গড়লেন রাবাডা
বর্তমান বিশ্বের সর্বসেরা ফাস্ট বোলারদের মধ্যে কাগিসো রাবাডার নাম একেবারে উপরের সারিতে আসবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংসকে জেতাতে না পারলেও দ্রুততম বোলার হিসাবে আইপিএলে ১০০ উইকেট নিয়ে ফেললেন রাবাডা।
প্রোটিয়া ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার এক দশক পুরনো রেকর্ড ভাঙলেন।
মালিঙ্গা ৭০টি ম্য়াচে ১০০টি আইপিএল উইকেট নিয়েছিলেন। রাবাডা তাঁর থেকে ছয়টি ম্যাচ কম খেলেই এই মাইলফলকে পৌঁছে গেলেন।
অবশ্য দ্রুততম ভারতীয় হিসাবে এই মাইলফলকে পৌঁছনোর রেকর্ডটি যুগ্মভাবে ভুবনেশ্বর কুমার ও হর্ষল পটেলের দখলে রয়েছে।
লখনউয়ের বিরুদ্ধে সদ্যই নিজের শততম উইকেটটি নিয়ে ভুবনেশ্বরের কৃতিত্বে ভাগ বসান হর্ষল। উভয়েই ৮১টি ম্যাচে ১০০টি আইপিএল উইকেট নিয়েছেন।
বয়স ৪০ পার করেও এখনও আইপিএলে খেলছেন অমিত মিশ্র। তিনি ৮৩ ম্যাচে ১০০টি উইকেট নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
তবে অমিত মিশ্র একা নন, আরও দুইজন যুগ্মভাবে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তাঁদের মধ্যে একজন হলেন রশিদ খান।
রশিদের পাশাপাশি তাঁর গুজরাত টাইটান্স দলের কোচ আশিস নেহরাও ৮৩ ম্যাচেই ১০০টি আইপিএল উইকেট নিয়েছিলেন।
তালিকায় অষ্টম স্থানে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনি ৮৪ ম্যাচে ১০০ আইপিএল উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নামে করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -