IPL 2023: নেটে মারমুখি ব্যাটিং, নাইট শিবিরের শক্তি বাড়িয়ে অনুশীলনে নেমে পড়লেন লিটন

Litton Das: রবিবারই বাংলাদেশ থেকে সরাসরি কলকাতায় চলে এসেছেন লিটন দাস।

কেকেআরের অনুশীলনে নেমে পড়লেন লিটন (ছবি: কেকেআর নাইট ক্লাব)

1/8
রবিবারই বাংলাদেশ থেকে কলকাতায় চলে এসেছেন লিটন দাস। সরাসরি নাইট শিবিরে যোগ দিয়েছেন তিনি।
2/8
বিসিবির লিটনদের আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া নিয়ে না নারকম জল্পনা-কল্পনা শোনা গেলেও, সেইসব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতায় এসে পড়লেন লিটন।
3/8
সাময়িক বিশ্রাম নিয়ে এবার অনুশীলনেও নেমে পড়লেন কেকেআর দলের বাংলাদেশি তারকা।
4/8
মঙ্গলবার নাইট শিবিরে চেনা ছন্দে দেখা গেল তারকা ব্যাটারকে।
5/8
বেশ খানিকটা সময় অনুশীলনে ঘাম ঝড়ালেন তিনি। ব্যাটিং করতে নেমে কয়েকটা বড় শটও হাঁকান লিটন।
6/8
সদ্যই টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করেছেন লিটন। তবে কেকেআরের হয়ে তাঁর সুযোগ পাওয়া এখনই নিশ্চিত নয়।
7/8
ওপেনিংয়ের জন্য লিটনের প্রতিপক্ষ গুরবাজ, জগদীশানরা। তাঁদের পিছনে ফেলে তিনি একাদশে নিজের জায়গা তৈরি করতে পারেন কি না, সেটাই দেখার।
8/8
এদিন লিটনের পাশাপাশি জগদীশন, মনদীপ সিংহরাও নেমে ব্যাটিং করেন।
Sponsored Links by Taboola