IPL 2023: নেটে মারমুখি ব্যাটিং, নাইট শিবিরের শক্তি বাড়িয়ে অনুশীলনে নেমে পড়লেন লিটন
রবিবারই বাংলাদেশ থেকে কলকাতায় চলে এসেছেন লিটন দাস। সরাসরি নাইট শিবিরে যোগ দিয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিসিবির লিটনদের আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া নিয়ে না নারকম জল্পনা-কল্পনা শোনা গেলেও, সেইসব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতায় এসে পড়লেন লিটন।
সাময়িক বিশ্রাম নিয়ে এবার অনুশীলনেও নেমে পড়লেন কেকেআর দলের বাংলাদেশি তারকা।
মঙ্গলবার নাইট শিবিরে চেনা ছন্দে দেখা গেল তারকা ব্যাটারকে।
বেশ খানিকটা সময় অনুশীলনে ঘাম ঝড়ালেন তিনি। ব্যাটিং করতে নেমে কয়েকটা বড় শটও হাঁকান লিটন।
সদ্যই টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করেছেন লিটন। তবে কেকেআরের হয়ে তাঁর সুযোগ পাওয়া এখনই নিশ্চিত নয়।
ওপেনিংয়ের জন্য লিটনের প্রতিপক্ষ গুরবাজ, জগদীশানরা। তাঁদের পিছনে ফেলে তিনি একাদশে নিজের জায়গা তৈরি করতে পারেন কি না, সেটাই দেখার।
এদিন লিটনের পাশাপাশি জগদীশন, মনদীপ সিংহরাও নেমে ব্যাটিং করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -