IPL 2024: আইপিএলে সবচেয়ে বেশিবার রিটেন করা হয়েছে যে প্লেয়ারদের, তালিকায় কে কে রয়েছেন?
২০২৪ আইপিএলের দামামা বেজে গিয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বেশ কিছু প্লেয়ারকে রিটেন করেছে। অনেককে ছেড়েও দিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে জড়িয়ে ধোনি। ২০২৪ সাল পর্যন্ত মোট ১৭ বার ক্যাপ্টেন কুলকে রিটেন করেছে সিএসকে মাহিকে। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩ সালে ধোনির নেতৃত্বে আইপিএল জিতেছিল চেন্নাই।
আরসিবি জার্সিতে এবি ডিভিলিয়ার্স এই তালিকায় রয়েছেন। ২০১১-২০২১ পর্যন্ত মোট ১১ বার প্রোটিয়া ব্যাটারকে রিটেন করেছে আরসিবি।
২০১৩-২০২৪ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মোট ১২ বার তারকা পেসারকে রিটেন করেছে আম্বানির ফ্র্যাঞ্চাইজি।
তালিকায় রয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ২০১২-২০১৫ ও ২০১৮-২০২৪ মোট ১১ বার সিএসকে তাঁকে রিটেন করেছে।
সুনীল নারাইনকে ২০১২-২০২৪ পর্যন্ত মোট ১২ বার রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স। তিনি ২০১২, ২০১৪ আইপিএল খেতাবও জিতেছেন।
মুম্বই ইন্ডিয়ান্স ২০১০-২০২২ মোট ১৩ বার কায়রন পোলার্ডকে রিটেন করেছে। মোট ৫ বার তিনি খেতাবও জিতেছেন।
চেন্নাই সুপার কিংস সুরেশ রায়নাকে ২০০-২০১৫, ২০১৮-২০২১ মোট ১২ বার রিটেন করেছিল। সিএসকের জার্সিতে চারবার খেতাব জিতেছেন।
রোহিত শর্মা বর্তমান ভারত অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সেরও অধিনায়ক। ২০১১-২০২৪ মোট ১৪ বার রিটেন করেছিল মুম্বই শিবির।
বিরাট কোহলি এই তালিকায় সবচেয়ে বেশিবার রিটেন হয়েছেন। ২০০৮-২০২৪ পর্যন্ত মোট ১৭ বার আরসিবি রিটেন করেছে কিং কোহলিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -