MS Dhoni: নেটে ব্যাটিং করলেন না ধোনি, চোটের জন্য প্রথম ম্যাচে নেই?
রাত পোহালেই আইপিএল (IPL)। আর প্রথম দিনই মাঠে নামছেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এই ম্যাচের আগে আচমকাই উদ্বেগে চেন্নাই সুপার কিংস শিবির। কারণ, স্বয়ং অধিনায়কের খেলা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছে।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেন উইলিয়ামসন, হার্দিক পাণ্ড্য-সহ গুজরাত টাইটান্সের ক্রিকেটারেরা নেটে কসরত করলেন।
নেটে গা ঘামাতে দেখা গেল বেন স্টোকসকেও। তবে নেটে ব্যাটিং করলেন না মহেন্দ্র সিংহ ধোনি।
ধোনিকে ব্যাট করতে না দেখে জল্পনা তুঙ্গে উঠল। কোনও কোনও মহল থেকে বলা হল, ধোনির হাঁটুতে চোট রয়েছে। এমনকী, এ-ও বলা হল যে, শুক্রবার গুজরাতের বিরুদ্ধে নাও খেলতে পারেন ধোনি।
যদিও চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) কাশী বিশ্বনাথন ধোনিকে নিয়ে জল্পনায় জল ঢেলেছেন।
তিনি জানিয়েছেন, ধোনি একশো শতাংশ খেলছেন প্রথম ম্যাচে। এছাড়া আর কিছুই তাঁর জানা নেই।
পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের অন্যতম সেরা পেসার মুকেশ চৌধুরী। গত আইপিএলে যিনি বল হাতে নজর কেড়ে নিয়েছিলেন। ।
মুকেশের পরিবর্তে আকাশ সিংহকে নিয়েছে সিএসকে। মিনি অকশনে যিনি অবিক্রিত ছিলেন। তাঁকে ন্যূনতম দাম ২০ লক্ষ টাকাতে নিয়েছে সিএসকে।
গত মরসুমে লিগ পর্বে দুবারের সাক্ষাতে দুবারই সিএসকে-কে হারিয়েছিল গুজরাত টাইটান্স। তাই মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকবেন হার্দিক পাণ্ড্যরা।
বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া সেরে রাখলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -