Mumbai Indians: নিজেদের পারফরম্যান্সে আইপিএলে শোরগোল ফেলতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকারা
এ মরসুমে মুম্বইয়ের বড় ভরসা হতে চলেছেন দুই অজি তারকা টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটিম ডেভিড গত মরসুমে আইপিএল খেলতে নেমে ৩৭-র অধিক গড় ও ২১৬.২৮-র স্ট্রাইক রেটে ১৮৬ রান করেছিলেন। তাঁর দক্ষতার পরিচয় দেওয়ার জন্য এই পরিসংখ্যান কিন্তু যথেষ্ট।
গ্রিনকে ১৭.৫ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিয়েছে মুম্বই। এত বিরাট দরে অজি তারকাকে দলে নেওয়ার মধ্যে দিয়েই মুম্বই ম্যানেজমেন্ট বুঝিয়ে দিয়েছে তাঁরা গ্রিনের দক্ষতার প্রতি তাঁদের ঠিক কতটা আস্থা রয়েছে।
ব্যাট হাতে তো লম্বা লম্বা ছক্কা হাঁকাতে পারেনই, পাশাপাশি ১৪০ কিমির অধিক গতিতে বল করতেও দক্ষ গ্রিন। জাতীয় দলের হয়ে আট ম্যাটে ১৭৩.৭৫ স্ট্রাইক রেটে গ্রিন ১৩৯ রান করেছেন, উইকেট নিয়েছেন নয়টি।
গত মরসুমে সীমিত সুযোগ পেলেও কুমার কার্তিকেয়া কিন্তু বেশ নজর কেড়েছিলেন। ২০২২ সালে চার ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছিলেন কুমার কার্তিকেয়া।
ঘরোয়া ক্রিকেটে কার্তিকেয়ার পারফরম্যান্স বেশ ভাল। এই স্পিনার কিন্তু বড় বড় ব্যাটারদের বেগ দিতে পারেন।
গতবার মুম্বইয়ের হতাশাজনক মরসুমে আশার আলো বলতে ছিল তরুণ তুর্কি তিলক ভার্মার (Tilak Verma) ব্যাটিং। মুম্বইয়ের হয়ে গত মরসুমে তিনিই সর্বাধিক রান করেছিলেন।
১৪ ম্যাচে ১৩১.০২ স্ট্রাইক রেটে তিনি মোট ৩৯৭ রান করেছিলেন। মুম্বইয়ের টপ অর্ডারের বড় ভরসা হতে পারেন তিনি।
ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চার বল হাতে নিজের গতির আগুনে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপকে ছারখার করে দিতে পারেন। এ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যশপ্রীত বুমরা নেই, তাই আর্চারের কাঁধে বাড়তি দায়িত্ব থাকবে।
আর্চার আইপিএলে ৩৫ ম্যাচ খেলে ইতিমধ্যেই ৪৬ উইকেট নিয়ে ফেলেছেন। তাঁর বোলিং গড় মাত্র ২১.৩৩, ইকোনমি ৭.১৩। ব্যাট হাতেও কিন্তু তিনি লম্বা শট হাঁকাতে সিদ্ধহস্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -