IPL 2023: সিরাজের দুরন্ত বোলিং, ফাফ-বিরাটের অর্ধশতরান, পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগােল আরসিবি
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে জিতে গেল আরসিবি। ২৪ রান দুরন্ত জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাঞ্জাবের অধিনায়ক হিসেবে এদিন নেমেছিলেন স্যাম কারান। অন্য়দিকে ডু প্লেসির বদলে আরসিবিকে ২ বছর পর নেতৃত্ব দেন বিরাট।
প্রথম ব্যাট করতে নেমে অর্ধশতরান হাঁকান বিরাট ও ফাফ। আরসিবি বোর্ডে তুলে নেয় ৪ উইকেট হারিয়ে ১৭৪।
৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন ফাফ। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি।
১৩৬ রানের পার্টনারশিপ গড়েন ফাফ ও বিরাট ওপেনিংয়ে খেলতে নেমে।
রান তাড়া করতে নেমে ১৫০ রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস। বিরাটরা পয়েন্ট টেবিলে পাঁচে উঠে এল।
অধিনায়ক হিসেবে সেই চেনা মেজাজে দেখা গেল এদিন কিংগ কোহলিকে। ফিল্ড প্লেসমেন্ট, বোলার বাছাইতে সেই নিঁখুত বিবেচনা।
একাই ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। তিনিই এখন পার্পল ক্যাপের মালিক। অরেঞ্জ ক্য়াপের মালিক ফাফ ডু প্লেসিই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -