IPL 2023: আইপিএলে রান তাড়া করে দলকে জেতাতে পটু এই তারকারা
বিশ্বক্রিকেটে এমন খুব রেকর্ডই রয়েছে যা সচিন তেন্ডুলকরের দখলে নেই। তবে এই তালিকায় তিনি ছয় নম্বরেই রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি আইপিএলে ৩৯.১৮ গড়ে রান তাড়া করেছেন।
বিরাট কোহলি বাদে একমাত্র ব্যাটার হিসাবে এক আইপিএলে চারটি শতরান করার রেকর্ড রয়েছে জস বাটলারের দখলে।
তিনি আইপিএলে ৩৯.৮৯ গড়ে রান করেছেন।
আইপিএলের সর্বকালের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহক ডেভিড ওয়ার্নার।
আইপিএলে রান তাড়া করার ক্ষেত্রে তাঁর ব্যাটিং গড় ৪১.৩৬।
আইপিএলে সবথেকে কম ইনিংস খেলে অরেঞ্জ ক্যাপ জেতার নজির (১১ ইনিংসে ৬১৬ রান) রয়েছে শন মার্শের দখলে।
অজি তারকা আইপিএলে ৪২.৪০ গড়ে রান তাড়া করেছেন।
কেএল রাহুলের আইপিএল রেকর্ড নিঃসন্দেহে ঈর্ষণীয়।
লখনউয়ের অধিনায়ক রান তাড়া করতে নেমে ৫১.৯৭ গড়ে রান করেছেন।
গত মরসুমে গুজরাত টাইটান্সের আইপিএল খেতাব জয়ের জন্য অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিলেন ডেভিড মিলার।
প্রোটিয়া তারকা একের পর এক কঠিন ম্যাচ জিতিয়েছিলেন গুজরাতকে। তিনি আইপিএলের 'চেজ মাস্টার'। ৫৪.৬৩ গড়ে রান তাড়া করেছেন মিলার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -