Virat Kohli: সিট বেল্ট বেঁধে নিন, পয়মন্ত ইডেনে বিরাট ঝড় উঠল বলে...
আইপিএলে চেনা ছন্দে রয়েছেন বিরাট কোহলি। প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিংকে নিয়ে ছেলেখেলা করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইনিংস ওপেন করতে নেমে ৪৯ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন কিংগ কোহলি। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কার্যত একপেশেভাবে ম্য়াচ জিতেছিল আরসিবি। ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিলেন কোহলিরা।
এবার কোহলি নামছেন ইডেন গার্ডেন্সে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
বৃহস্পতিবারের কোহলি-শো নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। কোহলির ব্যাটে বড় রানের প্রার্থনা শুরু হয়ে গিয়েছে দর্শকদের।
প্রায় চার বছর পর ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। টিকিট নিঃশেষ। কানায় কানায় ভর্তি থাকবে গ্যালারি।
আকর্ষণের কেন্দ্রে বিরাট কোহলি। ইডেন যাঁর কাছে পয়মন্ত।
ইডেনে তিনটি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে বিরাটের। ইডেনে ৫ টেস্টে তিনি দুটি সেঞ্চুরি করেছেন। ৭ ওয়ান ডে ম্যাচে রয়েছে একটি সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ৪৬.৩৩ গড়ে রান করেছেন ইডেনে।
২০১৯ সালের আইপিএলে ইডেনে কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বিরাট। যে ইনিংসের রেশ এখনও গেঁথে রয়েছে ভক্তদের মনে।
বুধবার প্র্যাক্টিসে নিজেকে নিংড়ে দিয়েছেন বিরাট। বৃহস্পতিবার তাঁর ব্যাটে চার-ছক্কার প্লাবন দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকেরা। বিরাট ভক্তরা কেকেআরকে খোঁচা দিয়ে বলাবলি করছেন, 'মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়...' সিট বেল্ট বেঁধে ফেলুন। বিরাট ঝড় এল বলে।' ছবি - পিটিআই, কেকেআর, বিরাটের ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -