Prabhsimran Century: সেঞ্চুরি করে গেল, গিলক্রিস্ট, সহবাগদের ক্লাবে ঢুকে পড়লেন প্রভসিমরন
শনিবার রাজধানীতে ব্যাটের শাসন দেখালেন প্রভসিমরন সিংহ। পাঞ্জাব কিংসের উইকেটকিপার-ব্যাটার ইনিংস ওপেন করতে নেমে ঝকঝকে সেঞ্চুরি করলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ৬৫ বলে করলেল ১০৩ রান। ১ ঘণ্টা ২৭ মিনিটের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি। তবে প্রভসিমরন ছাড়া পাঞ্জাব কিংসের বাকিদের অবদান না বলার মতোই।
শিখর ধবন করলেন ৭ রান। লিয়াম লিভিংস্টোন ৪। জিতেশ শর্মা ৫। স্যাম কারান ২০। হরপ্রীত ব্রার ২। শাহরুখ খান ২। সিকন্দর রাজা ১১ রানে অপরাজিত ছিলেন।
এর থেকেই বোঝা যায়, একাই একশো হয়ে কীরকম লড়াই করেছেন প্রভসিমরন। তাঁর দাপটেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তুলল ১৬৭/৭।
সেঞ্চুরি করে ক্রিস গেল, অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দ্র সহবাগ, মাহেলা জয়বর্ধনেদের অভিজাত ক্লাবে ঢুকে পড়লেন পঞ্জাব কিংসের তারকা।
আইপিএলের ইতিহাসে পাঞ্জাব কিংসের জার্সিতে এটা ১৪তম সেঞ্চুরি।
শন মার্শ, মাহেলা জয়বর্ধনে, পল ভলথাটি, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড মিলার, বীরেন্দ্র সহবাগ, ঋদ্ধিমান সাহা, হাসিম আমলা, ক্রিস গেল, কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল পাঞ্জাব কিংসের জার্সিতে সেঞ্চুরি করেছেন।
এঁদের মধ্যে হাসিম আমলা ও কে এল রাহুল পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে দুটি করে সেঞ্চুরি করেছেন।
তবে ২০২০ সালের পর থেকে পাঞ্জাব কিংসের আর কেউ আইপিএলে সেঞ্চুরি করেননি। সেই খরা কাটল প্রভসিমরনের ব্যাটে।
২২ বছর ২৭৬ দিনের মাথায় সেঞ্চুরি করলেন প্রভসিমরন। তিনিই পাঞ্জাব কিংসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির মালিক। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -