CSK vs RR: পরপর ২ ছক্কা খেয়েও ধোনিকে রুখে দিলেন সন্দীপ, শেষ ওভারের রুদ্ধশ্বাস চিত্রনাট্য
বাকি ৬ বল। প্রয়োজন ২১ রান। সামনে আবার যে কেউ নন, কিংবদন্তি ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকা রামে রক্ষা নেই, সুগ্রিব দোসর। ধোনির সঙ্গে ক্রিজে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।
যে কোনও বোলারের পা কেঁপে যেতে পারে। বিশেষ করে তার দিন তিনেক আগেই যশ দয়ালের শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহের ধ্বংসলীলা তখনও সকলের মনে টাটকা।
শুরুতেই যেন কেঁপে গিয়েছিলেন সন্দীপ শর্মাও (Sandeep Sharma)। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের (CSK vs RR) হার-জিত নির্ভর করেছিল তাঁর ওপরে।
সেখানে কি না প্রথম দুই বলই ওয়াইড করে বসলেন সন্দীপ। প্রথম বৈধ বলটিতে অবশ্য কোনও রান খরচ করেননি।
কিন্তু দ্বিতীয় বলেই পেল্লায় ছক্কা হাঁকালেন ধোনি। এবং তার পরের বলে আবার ছক্কা ধোনির। লক্ষ্য দাঁড়াল ৩ বলে ৭ রান।
তবে হতাশ করেননি সন্দীপ। শেষ তিন বলে নিখুঁত ইয়র্কারে আটকে দিয়েছেন ধোনির ব্যাটকে। ৩ রানে ম্যাচ জিতেছে রাজস্থান।
ম্যাচের পর সতীর্থ যুজবেন্দ্র চাহাল সন্দীপকে প্রশ্ন করেন, 'কী পরিকল্পনা নিয়ে শেষ ওভারে বল করতে গিয়েছিলে?' সন্দীপ বলেন, 'উইকেট একটু মন্থর গতির ছিল। স্পিনাররা খুব ভাল বল করেছে। তুমিও। আমি ভেবেছিলাম প্রথম বল স্লোয়ার বাউন্সার করব। কিন্তু ওয়াইড হয়ে যায়। পাশাপাশি ওভারের একটা বাউন্সারও হয়ে যায়। আমার হাতে বেশি বিকল্প ছিল না। পরের বল ইয়র্কার করতে গিয়ে ফের ওয়াইড করি।'
যোগ করেন, 'আমি হাল ছাড়িনি। গোড়ালি লক্ষ্য করে ইয়র্কার করতে চেষ্টা করি। কারণ মাঠের ওই দিকটা বড়। পরপর দুটো ছক্কা খেয়ে গিয়েছিলাম। তাই ঠিক করি, পরের বলগুলোতে অ্যাঙ্গেল ও লেংথ পাল্টাব। সেটাই করি ও কাজে দেয়। জাড্ডু ভাই স্ট্রাইকে আসে। আমি ঠিক করেছিলাম এমন জায়গায় বল করব যেখানে সহজে ব্যাট পৌঁছবে না। তাই করি।'
শেষ বলে দরকার ছিল ৫ রান। স্ট্রাইকে ধোনি। সন্দীপ বলছেন, 'আমি ঠিক করে নিয়েছিলাম ইয়র্কারই করব। কারণ নেটেও আমি ভাল ইয়র্কার করি।' চাহাল জানান, ধোনির সামনে শেষ ওভার বল করতে হলে বোলাররা আতঙ্কে থাকেন। অনেকে ভয়ে বিমারও করে দেন। সন্দীপ জানান, ধোনির বিরুদ্ধে শেষ ওভারে বল করে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -