IPL 2023: বিমানবন্দরে ক্যাজুয়াল লুকে নজর কাড়লেন বিরাট, ম্যাচ খেলতে রওনা দিলেন রাজস্থান
ABP Ananda
Updated at:
12 May 2023 04:59 PM (IST)
1
গত ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি। আরসিবিও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজিত হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
সেই ম্যাচের পর বেশ খানিকটা বিরতির সুযোগ নিয়েই মুম্বইয়েই পরিবারের সঙ্গে সময় কাটান কোহলি।
3
রবিবারে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে আরসিবি। সেই ম্যাচের আগে আজই রাজস্থান রওনা দিলেন বিরাট।
4
মুম্বই বিমানবন্দের পাপরাৎজির লেন্সবন্দি হন বিরাট।
5
'কিংগ কোহলি'র পরনে ছিল সাদা রঙের টি-শার্ট ও ক্রিম কালারের প্যান্ট।
6
এছাড়া বিরাটের চোখে কালো চশমা ও মাথায় টুপিও ছিল।
7
সাধারণ কিন্তু ট্রেন্ডি লুকে সকলেরই নজর কাড়েন বিরাট।
8
এবার রাজস্থানের বিরুদ্ধে ব্যাট হাতে কোহলি জ্বলে উঠতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -