Rinku Singh: কেকেআরের আঁধারঘেরা শিবিরে একমাত্র উজ্জ্বল আলো রিঙ্কু
বাবা বাড়ি বাড়ি রান্নার এলপিজি সিলিন্ডার পৌঁছে দেন। অভাবের সংসারে ক্রিকেট খেলার কথা ভাবাটাই বাহুল্য। সেখানে ক্রিকেটকে পেশা করার কথা ভেবেছিলেন রিঙ্কু সিংহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক সময় কাজের খোঁজ শুরু করেছিলেন। তাঁকে পরিচারকের কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। রিঙ্কু বেছে নিয়েছিলেন ক্রিকেটের বাইশ গজকে। এবারের আইপিএল যেন প্রতিষ্ঠা দিয়ে গেল উত্তর প্রদেশের ক্রিকেটারকে।
মরসুম শুরুর আগে তাঁর নামই হয়তো অনেকের কাছে অপরিচিত ছিল। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সেরা ব্যাটার হয়ে আইপিএল শেষ করলেন রিঙ্কু সিংহ।
পরপর দুবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল কেকেআর। তবে ব্যর্থতার মরসুমে নাইটদের সেরা প্রাপ্তি হয়ে রইলেন রিঙ্কু সিংহ।
কেকেআরের জার্সিতে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু।
চারটি হাফসেঞ্চুরি রয়েছে উত্তর প্রদেশের বাঁহাতি ব্যাটারের। অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৯ নম্বরে শেষ করলেন রিঙ্কু।
ইডেনে নাইটদের শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভাবনীয় ইনিংস খেলেন।
আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে কেকেআরকে জিতিয়েছিলেন রিঙ্কু। শেষ ওভারে প্রয়োজন ২৯ রান, এরকম পরিস্থিতিতে যশ দয়ালের শেষ ওভারের ৫ বলে ৫ ছক্কা মেরে নায়ক বনে গিয়েছিলেন রিঙ্কু।
যিনি নিজেও বলছেন যে, সেই ম্যাচে ৫ ছক্কাই তাঁকে নায়ক বানিয়ে দিয়েছিল।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আর এক যশ, যশ ঠাকুরের কার্যত একই পরিণতি হচ্ছিল। শেষ ওভারে ২১ রান চাই, এই পরিস্থিতিতে ২০ তুললেন রিঙ্কু। এবারের আইপিএলে নাইটদের আঁধারঘেরা শিবিরে একমাত্র আলোর রেখা হয়ে রইলেন বাঁহাতি ব্যাটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -