IPL 2023: পরপর দুই ম্যাচে জয় পেলেন অধিনায়ক বিরাট, রাজস্থানকে ৭ রানে হারাল আরসিবি
RCB vs RR: ৪৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন আরসিবি তারকা গ্লেন ম্যাক্সওয়েল।
রাজস্থানকে হারাল আরসিবি (ছবি: আইপিএল)
1/10
ফাফের বদলে এই ম্যাচেও আরসিবির অধিনায়কের ভূমিকায় দেখা যায় বিরাট কোহলিকে। তবে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
2/10
রাজস্থান শুরুটা অনেকটা স্বপ্নের মতোই করে। ২০১৯ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে বিরাটকে ইনসুইংয়ে পরাজিত করে প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট।
3/10
শাহবাজও ব্যাট হাতে ব্যর্থ হন। ১২ রানে দুই উইকেট হারিয়ে আরসিবি চাপে পড়ে গেলেও, সেখান থেকে ম্যাক্সওয়েল এবং ফাফ আরসিবিকে রক্ষা করেন।
4/10
তৃতীয় উইকেটে দুইজনে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। ফাফ ৬২ রানের ইনিংস খেলেন।
5/10
শেষমেশ যশস্বী জয়সবালের ডাইরেক্ট হিটে এই পার্টনারশিপ ভাঙে। ম্যাক্সওয়েলও ৭৭ রানে আউট হন।
6/10
পরপর উইকেট হারিয়ে শেষমেশ ১৮৯/৯ রানেই থামে আরসিবির ইনিংস।
7/10
রাজস্থানেরও ব্যাটিং ইনিংসের শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই বাটলারকে শূন্য রানে ফেরান সিরাজ।
8/10
তবে দেবদূত ও যশস্বী ৯৮ রান যোগ করেন। দেবদূত ৫২ ও যশস্বী ৪৭ রান করেন।
9/10
ধ্রুব জুরেল শেষের দিকে ১৬ রানে ৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তবে ম্যাচ জিততে ব্যর্থ হয় রাজস্থান।
10/10
১৮২/৬ থামে রাজস্থানের ইনিংস। সাত রানে ম্যাচ জিতে নেয় আরসিবি।
Published at : 23 Apr 2023 09:14 PM (IST)