Tendulkar On Dhoni: ধোনির বিরুদ্ধে কৌশল সাজাতে মুম্বই ইন্ডিয়ান্সের নেটে কিংবদন্তি
আইপিএলে শনিবার ধুন্ধুমার লড়াই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে ম্যাচে সকলের নজর থাকবে একজনের দিকে। তিনি কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলে যিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
বয়স ৪১ পেরিয়ে গিয়েছে। কিন্তু ধোনির ধার যে কমেনি, আইপিএলে প্রত্যেক ম্যাচে বুঝিয়ে দিচ্ছেন।
ধোনির বিরুদ্ধে কৌশল সাজাতে মুম্বই শিবির শরণাপন্ন আর এক কিংবদন্তির। সচিন তেন্ডুলকর। মুম্বইয়ের প্র্যাক্টিসে হাজির হলেন মাস্টার ব্লাস্টার।
মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুক্রবার দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তেন্ডুলকরকে। রণকৌশল তৈরির সময় সচিনের পরামর্শ যে বিশেষ গুরুত্ব পাবে, বলাই বাহুল্য।
২০১১ সালে ধোনির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সচিন। কাছ থেকে দেখেছেন, কীভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ধোনি।
মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরও। তাঁকে সিএসকে-র বিরুদ্ধে খেলানো হয় কি না, তা দেখতেও মুখিয়ে রয়েছেন সকলে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড মুম্বইয়ের। এই মাঠে ১০ ম্যাচের মধ্যে সাতটি জিতেছে মুম্বই।
তবে সূর্যকুমার যাদবের ছন্দের অভাব চিন্তায় রাখবে মুম্বই শিবিরকে। তারা চাইবে, ফের যেন সূর্যোদয় হয় আইপিএলে।
চেন্নাই শিবির চাইবে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠে আসতে। ছবি - মুম্বই ইন্ডিয়ান্স ও সিএসকে-র ফেসবুক থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -