Tendulkar On Dhoni: ধোনির বিরুদ্ধে কৌশল সাজাতে মুম্বই ইন্ডিয়ান্সের নেটে কিংবদন্তি
IPL 2023: শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের মুম্বইয়ের সামনে কিংবদন্তি ধোনির সিএসকে।
Sachin Tendulkar MS Dhoni
1/10
আইপিএলে শনিবার ধুন্ধুমার লড়াই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।
2/10
যে ম্যাচে সকলের নজর থাকবে একজনের দিকে। তিনি কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলে যিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
3/10
বয়স ৪১ পেরিয়ে গিয়েছে। কিন্তু ধোনির ধার যে কমেনি, আইপিএলে প্রত্যেক ম্যাচে বুঝিয়ে দিচ্ছেন।
4/10
ধোনির বিরুদ্ধে কৌশল সাজাতে মুম্বই শিবির শরণাপন্ন আর এক কিংবদন্তির। সচিন তেন্ডুলকর। মুম্বইয়ের প্র্যাক্টিসে হাজির হলেন মাস্টার ব্লাস্টার।
5/10
মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুক্রবার দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তেন্ডুলকরকে। রণকৌশল তৈরির সময় সচিনের পরামর্শ যে বিশেষ গুরুত্ব পাবে, বলাই বাহুল্য।
6/10
২০১১ সালে ধোনির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সচিন। কাছ থেকে দেখেছেন, কীভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ধোনি।
7/10
মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরও। তাঁকে সিএসকে-র বিরুদ্ধে খেলানো হয় কি না, তা দেখতেও মুখিয়ে রয়েছেন সকলে।
8/10
ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড মুম্বইয়ের। এই মাঠে ১০ ম্যাচের মধ্যে সাতটি জিতেছে মুম্বই।
9/10
তবে সূর্যকুমার যাদবের ছন্দের অভাব চিন্তায় রাখবে মুম্বই শিবিরকে। তারা চাইবে, ফের যেন সূর্যোদয় হয় আইপিএলে।
10/10
চেন্নাই শিবির চাইবে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠে আসতে। ছবি - মুম্বই ইন্ডিয়ান্স ও সিএসকে-র ফেসবুক থেকে নেওয়া।
Published at : 08 Apr 2023 12:00 AM (IST)