IPL 2023: আইপিএলে পন্থের পরিবর্ত কে? আরও অপেক্ষা করতে চান সৌরভ-পন্টিং
আইপিএলে (IPL) বাংলার ক্রিকেটারদের বঞ্চিত থাকার ছবিটা কিছুটা হলেও বদলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাঁকে ঘিরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলে তাঁকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। একইরকম উদ্যোগী দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সঞ্জয় দাসও।
আর এরই মাঝে উদ্বেগ তৈরি হয়ে গেল অভিষেক পোড়েলকে (Abhishek Porel) ঘিরে। বাংলার উঠতি উইকেটকিপার-ব্যাটার সোমবার প্র্যাক্টিসের সময় চোট পেলেন। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে।
তবে আপাতত স্থিতিশীল রয়েছেন বঙ্গ ক্রিকেটার। তাঁকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেই এবিপি লাইভকে জানালেন দিল্লি ক্যাপিটালসের এক কর্তা।
কলকাতায় তিনদিনের প্রস্তুতি শিবির করছে দিল্লি ক্যাপিটালস। ক্রিকেটারদের প্রস্তুতির তত্ত্বাবধান করছেন সৌরভ নিজে। হাতে ধরে ক্রিকেটারদের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন মহারাজ।
সঙ্গে রয়েছেন তাঁর বাল্যবন্ধু, প্রাক্তন ক্রিকেটার সঞ্জয়ও। শনিবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রস্তুতি শিবির শুরু হয়েছিল।
রবিবার অবশ্য ইশান্ত শর্মা, পৃথ্বী শ, সরফরাজ খানরা প্র্যাক্টিস করেন ইডেন গার্ডেন্সে। প্রস্তুতির ফাঁকে সৌরভের সঙ্গে দেখা করতে এসেছিলেন রণবীর কপূর। একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও খেলেন রণবীর-সৌরভরা।
সোমবার ফের সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্র্যাক্টিস করেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারেরা। প্র্যাক্টিস চলাকালীনই চোট পান অভিষেক। তিনি নেটে উইকেটকিপিং করছিলেন। এক স্পিনারের বল আচমকা লাফিয়ে অভিষেকের চোখের নীচে লাগে। সঙ্গে সঙ্গে মুখের সেই অংশটি ফেটে যায়। শুরু হয় রক্তক্ষরণ।
মাঠেই দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে থাকা চিকিৎসক অভিষেকের চোট পাওয়া জায়গায় প্রাথমিক শুশ্রূষা করেন। তারপর তরুণ ক্রিকেটারকে নিয়ে যাওয়া হয় এক হাসপাতালে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকা সঞ্জয় দাস বলছিলেন, 'অভিষেকের চোখের নীচে দুটো সেলাই পড়েছে। বলটা আচমকা লাফিয়েছিল। তবে আমার সঙ্গে কথা হয়েছে। ভয়ের কিছু নেই। দ্রুত সেরে যাবে ও।'
দিল্লি ক্যাপিটালসে পন্থের পরিবর্ত ক্রিকেটার কে হবেন? সৌরভ বলছেন, 'সেটা আমাদের ভেবে দেখতে হবে। আইপিএলের আগে আমাদের আরও একটা শিবির হবে। আইপিএল শুরু হতে এখনও মাস খানেক বাকি রয়েছে। মরসুম সবে শুরু হল। এত খেলা হয়েছে যে, এখনও সব ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে না। ৪-৫ জন ক্রিকেটার ইরানি ট্রফিতে খেলতে যাচ্ছে। সরফরাজ খান আঙুলে চোট পেয়েছে। তবে আঙুল ভাঙেনি। আইপিএলের আগে সুস্থ হয়ে যাবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -