IPL 2023: শেষ বলেই বাজিমাত, এবারের আইপিএল সাক্ষী থেকেছে এমন অনেক ম্য়াচের
বিশ্বের অন্যতম সেরা ফিনিশার তিনি। কিন্তু সেই মহেন্দ্র সিংহ ধোনিই এবার আর পারলেন না। বাউন্ডারি হাঁকালেই জয় আসত কিন্তু ব্যর্থ হলেন ধোনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ওভারে লড়াই করে তিন রানে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। সন্দীপ শর্মার বুদ্ধিমত্তার সঙ্গে বল মাঠের বাইরে পাঠাতে পারলেন না ৩২ রানের অপরাজিত থাকা ধোনি।
চেন্নাইয়ের আরও একটি হার আসে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। লিয়াম লিভিংস্টোন ও প্রভসিমরন সিংহের দুর্দান্ত ব্য়াটিংয়ের সুবাদে ৪ উইকেটে ম্যাচ জেতে পাঞ্জাব।
শেষ বলে তিন রান দরকার ছিল। সেই পরিস্থিতিতে সিকান্দার রাজা দৌড়ে তিন রান পূরণ করেন ও দলকে জিতিয়ে দেন।
কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ইডেনে হয়ে যাওয়া ম্যাচও রয়েছে এই তালিকায়। শেষ বলে বাউন্ডারি দরকার ছিল।
রাসেলের গড়ে দেওয়া মঞ্চে শেষ বলে অর্শদীপকে বাউন্ডারি হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জেতান রিঙ্কু সিংহ।
সানরাইজার্সের তরুণ ব্যাটার আব্দুল সামাদ রয়েছেন তালিকায়। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে তাঁর নাটকীয়ভাবে ম্য়াচ জেতে সানরাইজার্স।
সন্দীপ শর্মা নো বল করায় শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে সানরাইজার্সকে ম্য়াচ জিতিয়ে দেন সামাদ।
আমদাবাদে হওয়া গুজরাত টাইটান্স বনাম কেকেআর ম্য়াচের নাম উল্লেখ করতেই হবে। সেই ম্য়াচেই
যশ দয়ালকে শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে দেন এই মরসুমের আইপিএলের সবচেয়ে সফল আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার রিঙ্কু সিংহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -