IPL 2023: এ বারের আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন এই ফিনিশাররা
গত মরসুমে 'ফিনিশার' হিসাবে দীনেশ কার্তিকের পুনরুথানের সাক্ষী থাকেন দর্শকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি ১৮৩-র স্ট্রাইক রেট নিয়ে ৩৩০ রান করেছিলেন গত মরসুমে। তাঁর দিকে নজর থাকাটাই স্বাভাবিক।
প্রথম মরসুমেই গুজরাত টাইটান্সের খেতাব জয়ের অন্যতম প্রধান কারণ হল ডেভিড মিলার। ম্যাচের পর ম্যাচ তিনি নিজের ব্যাটিংয়ে গুজরাতকে জিতিয়েছেন।
মিলার গত মরসুমে ৪৮১ রান করেছিলেন। এ মরসুমেও যদি তাঁর ব্যাট চলে, তাহলে গুজরাতকে রোখা মুশকিল হবে।
আইপিএলে সর্বকালের সবথেকে অধিক স্ট্রাইক রেটের মালিক কেকেআরের আন্দ্রে রাসেল। নিজের দিনে প্রতিপক্ষের সব হিসেবনিকেশ পণ্ড করে দিতে পারেন রাসেল।
রাসেল আইপিএলে ৯৯ ম্যাচে ২০৭০ রান করেছেন।
টিম ডেভিড গত মরসুমে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন।
৮.৫ কোটির অলরাউন্ডার গত মরসুমে ৩৭ গড় ও ২১৬ স্ট্রাইক রেটে ১৮৬ রান করেছিলেন।
ওয়েস্ট ইন্ডিয়ান তারকা মানেই লম্বা ছক্কা, শক্তিশালী শট। শিমরন হেটমায়ারও সেই ঘরানারই ক্রিকেটার।
আইপিএলে ৪০-র গড়ে ও ১৬০-র স্ট্রাইক রেটে ৫৫৬ রান করা হেটমায়ার প্রতিপক্ষের রাতের ঘুম উড়ানোর জন্য যথেষ্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -