Sunil Narine: টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল মাইলফলকের সামনে দাঁড়িয়ে নারাইন
টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সর্বকালের অন্যতম সেরা স্পিনার। অনেকে এই ফর্ম্যাটে তাঁকে কিংবদন্তি মনে করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই সুনীল নারাইন (Sunil Narine) শুক্রবার ৩৫ বছর সম্পূর্ণ করলেন। ছত্রিশে পা দিলেন ক্যারিবিয়ান স্পিনার।
জন্মদিনেও বল হাতে ভেল্কি দেখালেন নারাইন। টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলছেন তিনি। মিডলসেক্সের বিরুদ্ধে ২ উইকেট নিলেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে একটা অভিনব মাইলফলকের হাতছানিও রয়েছে নারাইনের সামনে। ক্রিকেটের এই ফর্ম্যাটে পাঁচশো উইকেটের সামনে দাঁড়িয়ে নারাইন।
সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ৪৯১ উইকেট নিয়েছেন। ৪৫৪ টি-টোয়েন্টি ম্যাচে ৪৯১ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার। আর মাত্র ৯ উইকেট নিলেই পাঁচশো ক্লাবে প্রবেশ করবেন নারাইন।
২০১২ সালে যেবার কেকেআর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, বল হাতে ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান স্পিনার। ওভার প্রতি মাত্র ৫.৪৭ রান খরচ করে।
২০১৪ সালে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। ১৬ ম্যাচে সেবার ২১ উইকেট নেন। সেবারও ঈর্ষণীয় ইকনমি রেট। ৬.৩৫।
তাঁর কোন বলটা পড়ে ভেতরের দিকে আসবে, আর কোনটা বাইরের দিকে যাবে, কুল কিনারা পেতেন না ব্যাটাররা। যে কারণে নারাইনকে বলা হতো বিস্ময় স্পিনার।
তবে এবারের আইপিএলটা ভুলতে চাইবেন নারাইন। ক্যারিবিয়ান স্পিনার একেবারেই চেনা ছন্দে ছিলেন না। ১৪ ম্যাচে মাত্র ১১ উইকেট নিয়েছেন। খরচ করেছেন ওভার প্রতি ৭.৯৮ রান। যা একেবারেই নারাইন সুলভ নয়।
আইপিএলে কেকেআরের অভিযান শেষ হতেই টি-টোয়েন্টি ব্লাস্টে নেমে পড়েছেন নারাইন। প্রথম ম্যাচেই নিয়েছেন ২ উইকেট। ছবি - পিটিআই, কেকেআর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -