IPL RCB: আইপিএলে আরসিবির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক গেল, তালিকায় প্রথম দশে আর কে কে রয়েছেন?
তালিকায় সবার ওপরে রয়েছেন ক্রিস গেল। ২০১৩ মরশুমে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ইউনিভার্সাল বস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন এবি ডিভিলিয়ার্স। যা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
২০১৬ মরশুমে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে মাত্র ৫২ বলে অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলেছিলেন এবি ডিভিলিয়ার্স। তিনিই তালিকায় তৃতীয় স্থানে।
২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেছিলেন ইউনিভার্সাল বস। তালিকায় চতুর্থ স্থানে এই ইনিংসটি।
নিজে যে পাঞ্জাব কিংসের জার্সিতে পরবর্তীতে খেলেছিলেন। সেই পাঞ্জাবের বিরুদ্ধেই ২০১৫ সালে ৫৪ বলে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন গেল।
প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মণীশ পাণ্ডে। ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মণীশ।
২০১৬ সালে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি।
২০২২ মরশুমে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেন রজত পাতিদার।
২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ৫৫ বলে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি।
২০১৬ সালেই রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -