IPL 2024: তাঁদের দলে নিতে প্রচুর অর্থ খরচ করেছিল ফ্র্যাঞ্চাইজি, পারফরম্যান্স করতে পারেননি এই পাঁচ তারকা
তালিকায় রয়েছেন জাই রিচার্ডসন। ২০২১ সালে পাঞ্জাব কিংস ১৪ কোটি টাকা দিয়ে নিয়েছিল এই বোলারকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅজি পেসার রিচার্ডসন সেবারের মরশুমে মাত্র ৩ ম্যাচ খেলেছিলেন। আর মাত্র ৩ উইকেট ঝুলিতে পুরেছিলেন।
২০২১ সালে নিউজিল্যান্ডের দীর্ঘকায় অলরাউন্ডার কাইল জেমিসনকে ১৫ কোটি টাকা খরচ করে আরসিবি দলে নিয়েছিল।
কাইল জেমিসন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন।
২০২১ সালের নিলামে পাঞ্জাব কিংস দলে নিয়েছিল ক্যারিবিয়ান উইকেট কিপার ব্যাটার নিকোলাস পুরানকে। তাঁকে ৪ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে নেওয়া হয়েছিল।
কিন্তু সেবারের আইপিএলে পুরো মরশুমে ১২টি ম্যাচ খেলে ৮৫ রানই করেছিলেন।
২০১১ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা যুবরাজ সিংহ ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে খেলেছিলেন আইপিএলে। ১৬ কোটি টাকা খরচ করা হয়েছিল তাঁকে নিতে।
তবে ১৪ ম্যাচ খেলে যুবি ব্যাট হাতে মাত্র ২৪৮ রানই করতে পেরেছিলেন সেই মরশুমে। উইকেটের ঝুলি শূন্য ছিল।
ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার স্যাম কারান রয়েছেন এই তালিকায়। তিনি পাঞ্জাবের জার্সিতে আইপিএলে খেলেছিলেন।
২০২৩ সালের নিলামে ১৮ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কারানকে নিয়েছিলেন পাঞ্জাব। কিন্তু ১৪ ম্যাচে ২৭৬ রান ও ১০ উইকেট মাত্র ঝুলিতে পুরতে পেরেছিলেন এই ক্রিকেটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -