IPL: আইপিএলে কিংবদন্তি মানা হয় তাঁদের, কিন্তু কোনও দলকে নেতৃত্ব দিতে দেখা যায়নি এই ৫ ক্রিকেটারকে
IPL Stat: ১১ বছর আরসিবির জার্সিতে খেলেছেন। ২০১৭ সালে বিরাটের অনুপস্থিতিতে সুযোগ ছিল এবিডির সামনে। তবে শেষ পর্যন্ত শেন ওয়াটসন নেতৃত্বভার তুলে নেন।
মালিঙ্গা ও গেল (ফাইল ছবি)
1/10
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে আইপিএলে খেলেছিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স।
2/10
১১ বছর আরসিবির জার্সিতে খেলেছেন। ২০১৭ সালে বিরাটের অনুপস্থিতিতে সুযোগ ছিল এবিডির সামনে। তবে শেষ পর্যন্ত শেন ওয়াটসন নেতৃত্বভার তুলে নেন।
3/10
তালিকায় রয়েছেন ইউনিভার্সাল বস ক্রিস গেল। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সেরা প্লেয়ার মানা হয় গেলকে।
4/10
প্রাক্তন ক্যারিবিয়ান তারকা আইপিএলের ইতিহাসে ৩টি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। তবে কোনও মরসুমেই অধিনায়ক ছিলেন না তিনি।
5/10
লাসিথ মালিঙ্গা রয়েছেন তালিকায়। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১২২ ম্য়াচে ১৭০ উইকেট নিয়েছেন।
6/10
শ্রীলঙ্কা জাতীয় দলকে নেতৃত্ব দিলেও ২০০৯ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অংশ হয়েও কোনও মরসুমে অধিনায়ক হননি।
7/10
আরসিবির জার্সিতে আইপিএলে সুযোগ পাওয়ার পর থেকে ক্রমেই নিজেকে মেলে ধরেছেন যুজবেন্দ্র চাহাল। ১৮৭ উইকেট আইপিএলের ইতিহাসে তুলে নিয়েছেন ডানহাতি স্পিনার।
8/10
চাহাল রাজস্থান রয়্যালসের জার্সিতেও খেলেছেন। তবে ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমবার তাঁকে দলে নেয়।
9/10
দলে রয়েছেন প্রাক্তন ভারতীয় লেগস্পিনার অমিত মিশ্রা। এই লিগে মোট ১৭৩ উইকেট ঝুলিতে পুরেছেন।
10/10
ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার হয়ে খেলা অমিত দিল্লি, ডেকান চার্জার্স ও সানরাইজার্সের জার্সিতেও খেলেছেন। তবে কোনও মরসুমে অধিনায়ক ছিলেন না।
Published at : 12 Dec 2023 08:51 AM (IST)