IPL: আইপিএলে কিংবদন্তি মানা হয় তাঁদের, কিন্তু কোনও দলকে নেতৃত্ব দিতে দেখা যায়নি এই ৫ ক্রিকেটারকে
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে আইপিএলে খেলেছিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১১ বছর আরসিবির জার্সিতে খেলেছেন। ২০১৭ সালে বিরাটের অনুপস্থিতিতে সুযোগ ছিল এবিডির সামনে। তবে শেষ পর্যন্ত শেন ওয়াটসন নেতৃত্বভার তুলে নেন।
তালিকায় রয়েছেন ইউনিভার্সাল বস ক্রিস গেল। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সেরা প্লেয়ার মানা হয় গেলকে।
প্রাক্তন ক্যারিবিয়ান তারকা আইপিএলের ইতিহাসে ৩টি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। তবে কোনও মরসুমেই অধিনায়ক ছিলেন না তিনি।
লাসিথ মালিঙ্গা রয়েছেন তালিকায়। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১২২ ম্য়াচে ১৭০ উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কা জাতীয় দলকে নেতৃত্ব দিলেও ২০০৯ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অংশ হয়েও কোনও মরসুমে অধিনায়ক হননি।
আরসিবির জার্সিতে আইপিএলে সুযোগ পাওয়ার পর থেকে ক্রমেই নিজেকে মেলে ধরেছেন যুজবেন্দ্র চাহাল। ১৮৭ উইকেট আইপিএলের ইতিহাসে তুলে নিয়েছেন ডানহাতি স্পিনার।
চাহাল রাজস্থান রয়্যালসের জার্সিতেও খেলেছেন। তবে ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমবার তাঁকে দলে নেয়।
দলে রয়েছেন প্রাক্তন ভারতীয় লেগস্পিনার অমিত মিশ্রা। এই লিগে মোট ১৭৩ উইকেট ঝুলিতে পুরেছেন।
ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার হয়ে খেলা অমিত দিল্লি, ডেকান চার্জার্স ও সানরাইজার্সের জার্সিতেও খেলেছেন। তবে কোনও মরসুমে অধিনায়ক ছিলেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -