Andrew Symonds IPL record: আইপিএলেও এক অনন্য নজির গড়েছিলেন সাইমন্ডস
বিশ্ব ক্রিকেটের এক কালো দিন। নক্ষত্রপতন হয়েছে রবিবার। প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ৪৬ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান অজি তারকা। নিজেই গাড়ি চালাচ্ছিলেন সাইমন্ডস।
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক রেকর্ডের মালিক সাইমন্ডস আইপিএলেও এক অনন্য নজির গড়েছিলেন।
২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে ডেকান চার্জাস তাঁকে কিনে নিয়েছিল। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন অজি অলরাউন্ডার। সাইমন্ডসকে ১৩ লক্ষ ৫০ হাজার ডলার দিয়ে কিনেছিল সানরাইজার্স।
তিন বছর হায়দরাবাদের হয়ে খেলেছিলেন সাইমন্ডস। ২০০৯ সালে হায়দরাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সাইমন্ডসের বিরাট ভূমিকা ছিল।
তিন বছর সানরাইজার্সের হয়ে খেলার পর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি মরসুম আইপিএলে খেলেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস।
৩৯টি ম্যাচে ব্যাট হাতে সাইমন্ডস আইপিএল-এ করেন মোট ৯৭৪ রান। স্ট্রাইক রেট ১২৯.৮৭। গড় ৩৬.০৭। একটি সেঞ্চুরি ও ৫টি অর্ধশতরান রয়েছে সাইমন্ডসের ঝুলিতে।
২০১০ সালের মরশুম সাইমন্ডসের জন্য সবচেয়ে ভালো ছিল। সেবার ১৬ ম্যাচে ৪২৯ রান করেছিলেন তিনি। সঙ্গে ছিল ৪টি অর্ধশতরান।
তারকা অলরাউন্ডার সাইমন্ডস বল হাতেও সমান কার্যকরী ছিলেন। ৩৯টি আইপিএল ম্যাচে নেন ২০টি উইকেট। তাঁর সেরা বোলিং পার্ফর্ম্যান্স দিল্লির বিরুদ্ধে। বারাবতি স্টেডিয়ামে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন সাইমন্ডস।
২০১০ সালের মরশুম সাইমন্ডসের জন্য বল হাতে সবচেয়ে ভালো ছিল। সেই মরশুমে তিনি ১২ উইকেট পেয়েছিলেন। নিজের আইপিএল কেরিয়ারে ৩ বার ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -