Indian Premier League: এই বিদেশি তারকাদের দুই আইপিএল ম্যাচের ব্যবধান দেখলে চোখ কপালে উঠবে

অ্যাস্টন টার্নার সদ্যই লখনউ সুপার জায়ান্টসের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছেন। নয় বলে মাত্র পাঁচ রানই টার্নারের সর্বোচ্চ আইপিএল স্কোর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তিনি ২৭ এপ্রিল ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন টার্নার। তার পাঁচ বছর তিন দিন পর আবার আইপিএলে খেলতে দেখা গেল তাঁকে।

তবে টার্নারের থেকেও অনেক বিদেশি ক্রিকেটারের দুই আইপিএল ম্যাচের মধ্যে অধিক সময়ের অন্তরাল রয়েছে। যেমন ডেভিড উইজা়।
২০১৬ সালের এপ্রিলে আরসিবির হয়ে খেলার সাত বছর ছয়দিন পরে তিনি গত বছর কেকেআরের জার্সিতে মাঠে নামেন।
ওয়েন পার্নেলের জন্য এই ব্যবধানটা প্রায় নয় বছরের।
দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ২৩ মে ২০১৪ সালে ম্যাচ খেলার পর গত বছর ১০ এপ্রিল আরসিবির হয়ে মাঠে নামেন পার্নেল।
এই তালিকায় আরেক প্রোটিয়া তারকা রাইলি রুসোও রয়েছেন। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলেন।
তবে ২০১৪ সালে আরসিবির হয়ে অভিষেক ঘটান তিনি। ২০১৫ সালে তাদের হয়ে খেলেন শেষ ম্যাচ। তার ২৮৯৯ দিন পর গত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে আবার মাঠে নামেন।
তবে ম্যাথু ওয়েড এই তালিকায় বাকি সকলের থেকে অনেকটাই এগিয়ে। তাঁর দুই আইপিএল ম্যাচের ব্যবধান ৩৯৬২ দিন, যা বিদেশি খেলোয়াড় হিসাবে সর্বকালের সর্বাধিক।
ডেয়ারডেভিলসের হয়ে ২০১১ সালের ২১ মে মাঠে নামার পর ২৮ মার্চ ২০২২ সালে আবার আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে ওয়ে়ডকে খেলতে দেখা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -