Ipl 2022: আইপিএলের নিলামে এই তিন বিদেশির ওপর হতে পারে প্রচুর অর্থ খরচ
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। ২৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকলেও ম্যাচ যদিও হেরে যায় ক্যারিবিয়ানরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের হয়ে এখনও পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাকডারমট। খেলেছেন ২টি ওয়ান ডে ম্যাচও।
২৭ বছর বয়সি এই অজি ব্যাটার টুর্নামেন্টে ৫৭৭ রান করেছেন। ১৫৩.৮৬ স্ট্রাইক রেট রয়েছে। আইপিএলের নিলামে উঁচু দর উঠতে পারে তাঁর।
ওয়েস্ট ইন্ডিজের তরুণ অলরাউন্ডার রোমারিও শেফার্ড রয়েছেন এই তালিকায়।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে ভাল খেলেছেন শেফার্ড। তাই নিলামে তাঁর জন্যও অনেক টাকা খরচ হতে পারে।
আসন্ন নিলামে ৭৫ লক্ষ টাকা নিজের বেস প্রাইস রেখেছেন এই ক্যারিবিয়ান তারকা। কিন্তু অনেক বেশি দামই তাঁর উঠতে বলে মনে করেন শেফার্ড।
পঞ্জাব কিংসে গত বছর খেলেছিলেন তরুণ ফাস্ট বোলার জাই রিচার্ডসন। তিনিও এবারের আইপিএলে বাজিমাত করতে পারেন টাকার অঙ্কে।
রিচার্ডসনকে পঞ্জাব ১৪ কোটি টাকা দিয়ে নিয়েছিল। তাঁর সঙ্গে রয়েছেন আরো এক অজি তারকা রিলে মেরেডিথ। তাঁকেও ৮ কোটি দিয়ে নেওয়া হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -