IPL Records: ধোনির ঝুলিতে সর্বাধিক ম্যাচ, আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় প্রথম দশে কে কে?
আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মহেন্দ্র সিংহ ধোনির ঝুলিতে। এখনও পর্যন্ত ১৪ মরসুমে ২২০ ম্যাচ খেলেছেন। টুর্নামেন্টে চেন্নাই ও পুনে সুপারজায়ান্টস দলের হয়ে খেলেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত ২১৩ ম্যাচ আইপিএলে খেলেছেন রোহিত। টুর্নামেন্টে ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি এখনও পর্যন্ত। ৫৬১১ রান করেছেন।
দীনেশ কার্তিকও এখনও পর্যন্ত আইপিএলে ২১৩ ম্যাচ খেলেছেন। ৬টি দলের হয়ে খেলেছেন এখও পর্যন্ত কার্তিক।
এই তালিকার চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সব মরসুমে খেলেছেন। কোহলি আইপিএলে ২০৭ টি ম্যাচ খেলেছেন। তার নামে রয়েছে ৬২৮৩ রান।
সুরেশ রায়নাও এই তালিকায় প্রথম পাঁচে রয়েছেন। তিনি ২০৫ টি ম্যাচ খেলেছেন। আইপিএলে রায়নার ঝুলিতে রয়েছে ৫৫২৮ রান। রায়নাকে এখনও পর্যন্ত চেন্নাই এবং গুজরাট লায়ন্সের হয়ে ম্যাচ খেলতে দেখা গেছে।
অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও আইপিএলের ২০০টি ম্যাচ খেলেছেন। তিনি ২৩৮৬ রান এবং ১২৭ উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত চারটি দলের হয়ে আইপিএল খেলেছেন তিনি।
এখনও পর্যন্ত ৬টি দলে খেলেছেন কেকেআরের প্রাক্তন তারকা ক্রিকেটার রবিন উথাপ্পা। তিনি মোট ১৯৩ ম্যাচ খেলে ৪৭২২ রান করেছেন।
তালিকায় রয়েছেন শিখর ধবনও। তিনি এখনও পর্যন্ত ১৯২ ম্যাচ খেলে ৫৭৮৪ রান করেছেন।
এবিডিভিলিয়ার্সও রয়েছেন এই তালিকায়। তিনি প্রথমে দিল্লি ও পরে আরসিবির হয়েই আইপিএলে খেলেছেন। ১৮৪ ম্যাচে ৫১৬২ রান করেছেন তিনি।
মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ তারকা ক্রিকেটার কায়রন পোলার্ড ১৭৮ ম্য়াচে ৩২৬৮ রান করেছেন এখনও পর্যন্ত। তিনি প্রথম দশে রয়েছেন। ঝুলিতে রয়েছে ৬৫ উইকেটও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -