IPL Records: আইপিএল অভিষেকে সর্বাধিক রানের ইনিংস খেলেছেন ম্যাকালাম, তালিকার প্রথম দশে আর কারা?
আইপিএলের প্রথম ম্যাচে ব্র্যান্ডন ম্যাকালামের ১৫৮ রানের ইনিংস সর্বকালের অন্যতম সেরা ইনিংস। আইপিএলের প্রথম ম্যাচে এই রেকর্ড এখনও অক্ষুণ্ণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিস্টার ক্রিকেট মাইকেল হাসি ২০০৮ সালেই নিজের প্রথম আইপিএল ম্যাচে শতরান হাঁকিয়েছিলন। সিএসকসের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে হাসি ৫৪ বলে ১১৬ রান করেছেন।
আইপিএলের প্রথম মরশুমে অরঞ্জ ক্যাপজয়ী শন মার্শ চেকান চাজার্সের বিরুদ্ধে ৬২ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছিলেন।
ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার কাইল মায়ার্সের ব্যাটিং দক্ষতা সকলেই জানেন। তিনি ২০০৩ সালে নিজের প্রথম ম্যাচে ৭৩ রান করেছিলেন।
মাইকেল হাসি যে ম্যাচে শতরান হাঁকান, সেই ম্য়াচেই আরেক অজ়ি জেমস হোপস কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৭১ রান করেছিলেন।
গ্রেম স্মিথ রাজস্থান রয়্যালসের হয়ে ২০০৮ সালে নিজের প্রথম ম্যাচে ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলেছিলেন।
ওই মরশুমে রাজস্থান রয়্যালসের আরেক ক্রিকেটার স্বপ্নীল আসনোদকর আইপিএলে শোরগোল ফেলে দিয়েছিলেন। নিজের অভিষেক ম্যাচে কেকেআরের বিরুদ্ধে গোয়ার ক্রিকেটার ৩৪ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন।
কেকেআরের জার্সিতে আরেক ক্রিকেটার নিজের প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন। তিনি ওয়েশ শাহ। ২০১০ সালে ডেকন চার্জার্সের বিরুদ্ধে তিনি ৫৮ রানের ইনিংস খেলেন।
কেকেআরের খেতাবজয়ী অধিনায়ক তথা বর্তমান মেন্টর গৌতম গম্ভীর আইপিএলের শুরুটা করেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে। তিনি সেই ম্যাচে ৫৮ রান করেছিলেন।
দেবদত্ত পাড়িক্কাল ২০২০ সালেই নিজের আইপিএল অভিষেক ঘটান। সেই ম্যাচে তরুণ পাড়িক্কালের ব্যাট থেকে এসছিল ৫৬ রানের ইনিংস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -