IPL 2024: 'কিং' কোহলিকে টেক্কা, রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচ খেলার পথেই বিরাটকে টেক্কা গিলের
অধিনায়ক হিসেবে চলতি টুর্নামেন্টে দুর্দান্ত সফর কাটছে শুভমন গিলের, এমনটা এখনই বলা না হেলেও রেকর্ড বুকে ফের নিজের নাম করে নিয়েছেন এই তরুণ ব্যাটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজস্থানের বিরুদ্ধে নিজেদের শেষ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত টাইটান্স। সেই ম্য়াচে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলেন গিল।
সেই ইনিংস খেলার পথেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেন গিল। সবচেয়ে কম বয়সি ব্যাটার হিসেবে এই মুহূর্তে আইপিএলে তিনহাজার বা তার বেশি রানের রেকর্ড গিলের দখলে।
২৪ বছর ২১৫ দিন বয়সে এই নজির গড়লেন গিল। তার আগে এই নজির ছিল বিরাটের দখলে। ৯৪ ইনিংস তিন হাজার রান পূরণ করেছেন গিল আইপিএলে।
রাজস্থানের বিরুদ্ধে খেলার পথেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৪ হাজার বা তার বেশি রানও ঝুলিতে পুরে নিয়েছেন গিল।
২৬ বছর ১৮৬ দিন বয়সে বিরাট কোহলি আইপিএলে তিন হাজার রান পূরণ করেছিলেন। এই তালিকায় রয়েছেন সঞ্জু স্যামসনও (২৬ বছর ৩২০ দিন)।
এই নিয়ে চতুর্থ দ্রুততম হিসেবে আইপিএলে তিন হাজার রান পূরণ করলেন গিল। জস বাটলার, ক্রিস গেল ও কে এল রাহুলের পর চতুর্থ দ্রুততম গিল।
চলতি আইপিএলের আগেই হার্দিক পাণ্ড্য মুম্বই শিবিরে যোগ দেন। এরপরই শুভমন গিলকে নেতৃত্বভার দেওয়া হয় গুজরাত টাইটান্সের।
গিলের নেতৃত্বে গুজরাত চলতি মরশুমে ছয়টি ম্য়াচ খেলেছে। তার মধ্যে তিনটি ম্য়াচ জিতেছে তারা।
এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স। আগামী ১৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে গিলের দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -