Deepak Hooda Birthday: নিজের পারফরম্যান্স খারাপ, দলের হার, জন্মদিন ভাল গেল না দীপক হুডার
মঙ্গলবার জন্মদিনে আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন দীপক হুডা। জন্মদিনটা তাঁর ভাল গেল না। নিজে উল্লেখযোগ্য কিছু করতে পারলেন না, দলও হেরে গেল। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন ম্যাচের শুরুতে বিরাট কোহলির ক্যাচ নেন হুডা। এরপর ব্যাটিং করতে নেমে ১৪ বলে ১৩ রান করেন তিনি। তাঁর দল ১৮ রানে ম্যাচ হেরে যায়। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
১৯৯৫ সালের ১৯ এপ্রিল হরিয়ানার রোহতকে জন্ম হয় হুডার। তিনি ডানহাতি ব্যাটার ও অফ ব্রেক বোলার। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে হুডার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
হুডার বাবা জজবীর ভারতীয় বায়ুসেনার সদস্য। তিনি সার্ভিসেসের হয়ে হকি খেলতেন। ফলে ছোটবেলা থেকেই বাড়িতে খেলার পরিবেশ দেখেছেন হুডা। সেই কারণেই তিনি খেলায় আকৃষ্ট হন। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
স্কুলে পড়ার সময় থেকেই ক্রিকেট খেলা শুরু করেন হুডা। তিনি প্রথমে উইকেটকিপার ছিলেন। পরে অবশ্য ব্যাটিং-অলরাউন্ডার হয়ে ওঠেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
২০১৫ সালের ১০ এপ্রিল রাজস্থান রয়্যালসের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে আইপিএল অভিষেক হয় হুডার। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
আইপিএল-এ নিজের দ্বিতীয় ম্যাচেই দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে অর্ধশতরান করে ম্যাচের সেরা নির্বাচিত হন হুডা। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
২০১৬-১৭ মরসুমের রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দ্বিশতরান করেন হুডা। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
এবারের আইপিএল-এর নিলামে হুডাকে ৫.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেয় লখনউ। ফ্র্যাঞ্চাইজির আস্থার যোগ্য মর্যাদা দেওয়াই এই ক্রিকেটারের লক্ষ্য। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -