Delhi Capitals: এক ফ্রেমে সৌরভ-পন্টিং, কোটলায় কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুললেন দুই কিংবদন্তি
মরসুম শুরুর আগে দিল্লির কোটলায় অনুশীলন শুরু করেছে দিল্লি ক্যাপিটালস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুশীলনের আগে দলের ডিরক্টর অফ ক্রিকেট সৌরভ ও কোচ রিকি পন্টিং, উভয়েই অনুশীলনে যোগ দিয়েছেন। দুই জনে কাঁধে কাঁধ মিলিয়ে একটি ছবিও তোলেন বটে।
এক সময়ের কট্টর প্রতিদ্বন্দ্বীদের এহেন ছবি স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
সৌরভ-পন্টিংয়ের তত্ত্বাবধানে দিল্লির ক্যাপিটালসের ক্রিকেটাররা এদিন নেটে ঘাম ঝরান।
নেটে অভিজ্ঞ ফাস্ট বোলার ইশান্ত শর্মাকেও বল করতে দেখা যায়।
দিল্লির অনুশীলনে উপস্থিত ছিলেন বাংলার তারকা ফাস্ট বোলার মুকেশ কুমার।
এছাড়া পৃথ্বী শ, চেতন সাকারিয়া, মণীশ পাণ্ডেদেরও অনুশীলন করতে দেখা যায়।
সৌরভ, পন্টিংদের কড়া নজরেই চলে অনুশীলন। ১ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -