MS Dhoni: সিএসকে সমর্থকদের জন্য দারুণ খুশির খবর! আগামী পাঁচ বছর ক্রিকেট খেলবেন ধোনি?
MS Dhoni Update: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন এমএসডি।
Continues below advertisement
চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দেখা যাবে ধোনিকে ফের?
Continues below advertisement
1/10
আইপিএলে গত মরশুমে অধিনায়ক হিসেবে খেলতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে কি আগামী মরশুমেও দেখা যাবে ধোনিকে?
2/10
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন এমএসডি।
3/10
দেশের জার্সিতে দুটো বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ধোনি ৪৪ ছুঁয়ে ফেলেছেন। আগামী মরশুমে আদৌ খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
4/10
ধোনি সম্প্রতি নিজের চিকিৎসকের সঙ্গে কথোপকথনের কথা তুলে ধরেছেন। সেখানেই তিনি জানিয়েছেন যে তাঁর চিকিৎসক নাকি বলেছেন আরও পাঁচ বছর এমএসডি খেলতে পারবেন।
5/10
সিএসকে প্রেমীদের বিশেষ করে ধোনি প্রেমীদের জন্য যা দারুণ খবর। কিন্তু ধোনি মজার ছলে বলেছেন, ''আসলে আমার চিকিৎসক আমাকে বলেছেন যে আগামী পাঁচ বছর আমি শুধু চোখ দিয়ে ক্রিকেট খেলতে পারব। কিন্তু শরীর আমার সঙ্গ দেবে না।''
Continues below advertisement
6/10
অর্থাৎ ধোনির মজার ছলে দেওয়া উত্তর কিন্তু এটুকু আভাস দিচ্ছে যে আগামী মরশুমে অন্তত ২২ গজে সিএসকের জার্সিতে ফের নামছেন তিনি। যদিও পাঁচ বছর টানা খেলাটা হয়ত সম্ভব হবে না।
7/10
ধোনি আইপিএলের ইতিহাসে সর্বাধিক ম্য়াচ খেলেছেন এখনও পর্যন্ত। সিএসকে এখনও পর্যন্ত পাঁচবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। পাঁচবারই তিনিই অধিনায়ক ছিলেন।
8/10
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ধোনির জনপ্রিয়তা আকাশছোঁয়া। সাত নম্বর জার্সি পরে তিনি মাঠে নামলে এখনও গ্যালারি সোচ্চার হয় তাঁর নামে।
9/10
ধোনি গত ৭ জুলাই নিজের ৪৪ তম জন্মদিন পালন করেছেন পরিবারের সঙ্গে। রাঁচিতে তাঁর বাড়ির বাইরে যদিও সমর্থকদের ঢল ছিল। ধোনির বিশাল কাট আউট, কেক নিয়ে হাজির হয়েছিলেন তাঁর ফ্য়ান ক্লাবের সদস্যরা।
10/10
গত ৪ জুলাই ধোনির বিবাহবার্ষিকীও ছিল। সম্প্রতি শেয়ার করা সোশ্যাল মিডিয়া পোস্টে সাক্ষী জানিয়েছেন যে, তাঁদের বিয়ের ১৫ বছর পূর্ণ হয়েছে এবং তাঁরা এখন ১৬ বছরে পা দিয়েছেন । ধোনি এবং সাক্ষীর একটি মেয়ে আছে, যার নাম জিভা। জিভা ধোনির জন্ম হয় ৬ ফেব্রুয়ারি ২০১৫ সালে।
Published at : 06 Aug 2025 07:10 PM (IST)