IPL 2023 Auction: এই পাঁচ ক্রিকেটারের জন্য নিলামে দর হাঁকতে পারে কেকেআর
কিউয়ি তারকা অলরাউন্ডার ড্যারেল মিচেল রয়েছেন এই তালিকায়। একজন ডেথ ওভার স্পেশালিস্ট ও আন্দ্রে রাসেলের মত হার্ড হিটার হিসেবে ভাবা যেতেই পারে মিচেলকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন মিচেল দেশের জার্সিতে সব ফর্ম্যাটেই। আর রাসেলের চোট আঘাতের প্রবণতাও রয়েছে। তাই মিচেল সেরা বিকল্প হতে পারেন কেকেআর শিবিরে।
ভারতীয় উইকেট কিপার ব্যাটার হিসেবে একজনকে খুঁজছে নাইট শিবির। সেই শূন্যস্থান পূরণ করতে পারেন এন জগদীশান। বিজয় হাজারে ট্রফিতে দারুণ পারফর্ম করেছিলেন।
রহমনউল্লাহ গুরবাজের ব্যাক আপ হিসেবে কলকাতা দলে ঢুকে পড়তে পারেন জগদীশান। মিডল অর্ডারে ব্যাটের হাত ভাল তাঁর।
তারকা ব্যাটার ময়ঙ্ক আগরওয়ালকেও ভাবতে পারে নাইট শিবির। পঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে ময়ঙ্ককে। তাই তাঁর জন্যও দর হাঁকাতে পারে কেকেআর।
ওপেনিংয়ে সাফল্য রয়েছে ময়ঙ্কের। ইনিংসের শুরুতে ক্রিজে থেকে দ্রুত রান তোলা ও ভারসাম্য জোগানোর কাজ করতে পারেন ময়ঙ্ক।
এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে ঋষভ পন্থের পরই যে উইকেট কিপার ব্য়াটারের নাম আলোচনায় আসে তিনি হলেন কে এস ভরত।
বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসানকেও ফের দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর।
বরুণ চক্রবর্তীর ধারাবাহিকতার অভাব। একজন অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার হিসেবে শাকিব যে কোনও দলের সম্পদ তা বলাই বাহুল্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -