IPL: খেতাব জয়, রয়েছে সর্বাধিক ম্যাচ খেলার কৃতিত্ব, তাও আইপিএলের 'অরেঞ্জ ক্যাপ' অধরা এই তারকাদের
গৌতম গম্ভীর অধিনায়ক হিসাবে দুই দুইবার আইপিএল জিতেছেন। ১৫৪ ম্য়াচে করেছেন ৪২১৭ রানও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে আইপিএলে প্রাক্তন কেকেআর অধিনায়ক কোনওদিন এক মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক হতে পারেননি।
গম্ভীরের দীর্ঘদিনের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগের ক্ষেত্রেও ছবিটা একই।
২১ শতকের সবচেয়ে আগ্রাসী ব্যাটারদের মধ্যে সহবাগের নাম থাকবেই। তিনি ২৭২৮ আইপিএল রান করেছেন। কিন্তু কোনওদিন অরেঞ্জ ক্যাপ জিততে পারেননি।
তালিকায় কিন্তু 'মিস্টার আইপিএল' সুরেশ রায়নাও রয়েছেন। তাঁর ধারাবাহিকতার জন্য 'মিস্টার আইপিএল'-র তকমা পান বাঁ-হাতি ব্য়াটার।
তবে ২০৫ ম্যাচে ৫৫২৮ রান করলেও, রায়না কোনওদিন অরেঞ্জ ক্যাপ জিততে পারেননি।
বর্তমানে খেলা চালিয়ে যাওয়া একমাত্র ক্রিকেটার হিসাবে তালিকায় রয়েছেন রায়নার প্রাক্তন সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনি।
১৬ মরশুমে মাহি সর্বাধিক ২৫০ ম্যাচ খেলে পাঁচ হাজারের অধিক রান করেছেন বটে, তবে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হতে পারেননি তিনি।
জাতীয় দলে মাহির সঙ্গে মিলে বহু ম্যাচ জিতিয়েছেন যুবরাজ সিংহ। একাধিকবার আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে বিক্রিও হয়েছেন তিনি।
২৭৫০ রান করলেও যুবরাজও কোনওদিন এক মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে আইপিএলের অরেঞ্জ ক্যাপ পাননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -