Sai Sudarshan Record: মরণ-বাঁচন ম্যাচে চোখধাঁধানো সেঞ্চুরি, সিএসকের বিরুদ্ধে সচিনের রেকর্ড ভাঙলেন সুদর্শন
ঋদ্ধিমান সাহার চোট থাকায় পেয়েছিলেন ওপেনিংয়ের সুযোগ। আর সেই সুযোগেই একেবারে সেঞ্চুরি হাঁকালেন সাই সুদর্শন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের এই ইনিংসের সুবাদেই সচিন তেন্ডুলকর ও রুতুরাজ গায়কোয়াড়ের এক সর্বকালীন রেকর্ড ভাঙলেন গুজরাত তারকা।
দ্রুততম ভারতীয় হিসাবে আইপিএলে হাজার রানের গণ্ডি পার করলেন তিনি। এতদিন সচিন ও রুতুরাজের ৩১ ইনিংসে হাজার রানের গণ্ডি পার করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ছিল। কিন্তু মাত্র ২৫ ইনিংসেই হাজার রানের গণ্ডি পার করে ফেললেন সুদর্শন।
অবশ্য সর্বকালীন তালিকায় শীর্ষ রয়েছেন শন মার্শ। তিনি ২১ ইনিংসে হাজার আইপিএল রান করেছিলেন। সর্বকালীন তালিকায় ম্যাথু হেডেনের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম হিসাবে হাজার রান করলেন গুজরাত তারকা।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুরু থেকেই অনবদ্য ফর্মে ছিলেন গুজরাতের হয়ে ওপেনিংয়ে নামা দুই ব্যাটার। মাত্র ৩২ বলেই নিজের অর্ধশতরান পূরণ করেন সুদর্শন।
তারপর ৫০ থেকে ১০০-তে পৌঁছতে নেন মাত্র ১৮ বল।
তুষার দেশপাণ্ডের বলে শেষমেশ ১০৩ রানে তাঁর ইনিংস সমাপ্ত হয়। তবে ততক্ষণে গুজরাত দুইশো রানের গণ্ডি পার করে ফেলেছে।
এদিন গিল এবং সাইয়ের ২১০ রানের পার্টনারশিপও কেএল রাহুল এবং কুইন্টন ডি ককের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ। এই দুই তারকাই সেঞ্চুরি হাঁকান। গুজরাত তিন উইকেটে ২৩১ রান বোর্ডে তোলে।
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই ১০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিএসকে। শেষমেশ ৩৫ রানে ম্যাচ হারতে হয় হলুদ ব্রিগেড।
মিচেল ও মঈন, উভয়ই অর্ধশতরান হাঁকান। তবে মোহিতের তিন ও রশিদ খানের দুই উইকেটে জয় সুনিশ্চিত করে প্লে-অফের দৌড়ে এখনও টিকে রইল টাইটান্স। ছবি- পিটিআই/আইপিএল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -