IPL 2024: অধিনায়ক হার্দিকের উপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলন শুরু, নিখুঁত ইয়র্কারে নজর কাড়লেন অর্জুন
Mumbai Indians: ২৪ মার্চ এবারের আইপিএল অভিযান শুরু করবে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
পল্টনদের নেটে ঘাম ঝরালেন অর্জুন-হার্দিক (ছবি: মুম্বই ইন্ডিয়ান্স)
1/5
বল হাতে অর্জুন তেন্ডুলকর নিজের নিখুঁত ইয়র্কারে বেশ নজর কাড়েন। হয়তো মালিঙ্গার গুরুমন্ত্রেরই কি ফলাফল এটা?
2/5
অধিনায়ক হার্দিক কিন্তু নেটে ব্যাটিং, বোলিং, দুইটিই করেন। সতীর্থদের সঙ্গে বেশ হাসিঠাট্টা করতেও দেখা যায় তাঁকে।
3/5
পল্টনরা ২৪ মার্চ হার্দিকেরই প্রাক্তন দল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছ।
4/5
হার্দিকের মতোই এটা মালিঙ্গারও মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তনের মরশুম। তবে তিনি বোলিং কোচ হিসাবেই ফিরেছেন। তরুণ ক্রিকেটারদের সঙ্গে নেটের ফাঁকে ফাঁকে কথা বলে নেন শ্রীলঙ্কান কিংবদন্তি। হার্দিক পাণ্ড্য বাদে এই অনুশীলনে ছিলেন শ্রেয়স গোপাল, আকাশ মাধওয়াল, অর্জুন তেন্ডুলকর, নেহাল ওয়াদেরারা।
5/5
রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের মতো সিংহভাগ তারকারা এখনও অনুশীলনে যোগ দেননি। তবে দক্ষিণ আফ্রিকার তারকা ফাস্ট বোলার জেরাল্ড কোয়েৎজ়া কিন্তু মুম্বই অনুশীলনে হাজির হয়ে গিয়েছেন।
Published at : 12 Mar 2024 07:13 PM (IST)