IPL Highest Individual Score: ডি'ককের ব্যাটিং ঝড়েও অক্ষত গেলের ৯ বছরের পুরনো রেকর্ড
সাল ২০১৩। বেঙ্গালুরুতে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেল। সেটাই এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।
তালিকায় তিন নম্বরে কুইন্টন ডি'ককের বুধবারের ইনিংস। নাইটদের বিরুদ্ধে ৭০ বলে অপরাজিত ১৪০ রান করলেন তিনি।
২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুিদ্ধে ৫৯ বলে অপরাজিত ১৩৩ রান করেছিলেন এ বি ডিভিলিয়ার্স।
২ বছর আগে দুবাইয়ে ৬৯ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন রাহুল। তালিকায় পাঁচ নম্বরে।
তালিকায় ছয়ে ফের ডিভিলিয়ার্স। গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ৫২ বলে ১২৯ রান করে অপরাজিত ছিলেন প্রোটিয়া সুপারস্টার।
ক্রিস গেল তখন আরসিবিতে খেলেন। সাল ২০১২। দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ৬২ বলে ১২৮ রানে অপরাজিত ছিলেন ইউনিভার্স বস।
তালিকায় ৮ নম্বরে ঋষভ পন্থ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৩ বলে ১২৮ রানে অপরাজিত ছিলেন।
আইপিএলে ব্য়ক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় নয় নম্বরে এম বিজয়। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সিএসকের হয়ে ৫৬ বলে ১২৭ রান করেন।
তালিকায় দশ নম্বরে ডেভিড ওয়ার্নার। কেকেআরের বিরুদ্ধে ৫৯ বলে ১২৬ রান করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -