Most Centuries in IPL: গেলের রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ক্রিস গেল। ১৩৩টি আইপিএল ম্য়াচ খেলে ৬টি সেঞ্চুরি রয়েছে ক্যারিবিয়ান মহাতারকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেঞ্চুরির তালিকায় দু'নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ১৯৪টি ম্যাচে ৫টি সেঞ্চুরি রয়েছে কোহলির। এবার গেলের রেকর্ড ভেঙে দেওয়ার সুবর্ণ সুযোগ রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের সামনে।
আইপিএলে ১৪৪টি ম্য়াচ খেলে ৪টি সেঞ্চুরি রয়েছে ওয়ার্নারের। কোহলি-গেলকে পিছনে ফেলে সেঞ্চুরির তালিকায় শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কেরও।
১৪৫টি আইপিএল ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি রয়েছে শেন ওয়াটসনের।
আরসিবিতে বিরাটের সতীর্থ এ বি ডিভিলিয়ার্সের আইপিএলে ১৭১ ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরি রয়েছে। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন প্রোটিয়া তারকা।
চলতি আইপিএলে একমাত্র সেঞ্চুরিটা করেছেন সঞ্জু স্যামসন। আইপিএলে মোট ৩টি সেঞ্চুরি রয়েছে কেরলের উইকেটকিপার-ব্যাটসম্যানের।
সেঞ্চুরির তালিকায় সাত নম্বরে শিখর ধবন। ১৭৭ ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি রয়েছে দিল্লির বাঁহাতির।
আইপিএলে দেড়শো ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি রয়েছে অজিঙ্ক রাহানের। তালিকায় আট নম্বরে রয়েছেন মুম্বইয়ের তারকা।
আইপিএলে সেঞ্চুরির তালিকায় ৯ নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। ১০৯টি আইপিএল ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি রয়েছে কিউয়ি মহাতারকার।
আইপিএলে ৮২টি ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি রয়েছে কে এল রাহুলের। সেঞ্চুরির তালিকায় দশ নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক। সব ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -