Ab de Villiers Record: সবচেয়ে কম বলে ৫ হাজার রান, বিরাটকেও পিছনে ফেললেন এ বি
মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪২ বলে অপরাজিত ৭৫ রান করার ফাঁকেই একটি রেকর্ড গড়ে ফেললেন এ বি ডিভিলিয়ার্স। সবচেয়ে কম বলে আইপিএলে ৫ হাজার রান পূর্ণ করলেন তিনি। ৩২৮৮ বলে ৫০০০ রান করলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় দু নম্বরে ডেভিড ওয়ার্নার। ৩৫৫৪ বলে আইপিএলে ৫ হাজার রান করেছিলেন অজি ক্রিকেটার।
তালিকায় তিন নম্বরে সুরেশ রায়না। আইপিএলে দুরন্ত ফর্মের জন্য যাঁর নামই হয়ে গিয়েছে মিস্টার আইপিএল। ৩৬২০ বলে ৫০০০ রান করেছিলেন রায়না।
তালিকায় চার নম্বরে রোহিত শর্মা। ৩৮১৭ বলে ৫০০০ রান রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানের।
তালিকায় পঞ্চম স্থানে বিরাট কোহলি। রোহিতের চেয়ে ১০ বল বেশি অর্থাৎ ৩৮২৭ বলে আইপিএলে ৫০০০ রান সম্পূর্ণ করেছিলেন তিনি।
শিখর ধবন তালিকায় ছয় নম্বরে রয়েছেন। আইপিএলে ৫ হাজার রান করতে ৩৯৫৬ বল নিয়েছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -