Hardik Pandya IPL Salary : ১০ লাখে শুরু করে ১৫ কোটিতে ঘরে ফেরা, আইপিএলে কোন বছর কত বেতন হার্দিকের ?
আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে কোনও ফ্র্যাঞ্চাইজিকে খেতাব জেতানোর পর দল বদলালেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাঝে দু'বছর গুজরাতের হয়ে আইপিএল খেলা হার্দিক এবারে মুম্বইয়ে ফিরলেন ১৫ কোটি টাকায়. শুধু তাই নয়, হার্দিককে তুলে নিতে গুজরাতকে বিপুল অঙ্কের ট্রান্সফার ফি-ও দিচ্ছে মুম্বই।
২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই বরোদার অলরাউন্ডারকে প্রথম পেয়েছিল আইপিএল। প্রথমবার ১০ লাখ টাকায় হার্দিককে দলে কিনেছিল মুম্বই।
২০১৫ থেকে ২০২২ টানা সাত বছর মুম্বইয়ে খেলেছিলেন হার্দিক। যার মধ্যে ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত প্রথম তিন বছরই তাঁর সঙ্গে ১০ লক্ষ টাকার চুক্তি ছিল মুম্বইয়ের।
২০১৮ সালে প্রথমবার একলাফে বাড়ে হার্দিক পাণ্ড্যর বেতন। মুম্বই ইন্ডিয়ান্সকে দু'বার আইপিএল জেতানোর অন্যতম কারিগরের জন্য অর্থের ঝুলি বরাদ্দ করে মুম্বই ইন্ডিয়ান্স।
২০১৮ থেকে ২০২১ আইপিএল, টানা চার মরশুম মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলার জন্য বার্ষিক ১১ কোটি টাকা করে পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য।
২০২২ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে গুজরাত টাইটান্সে যোগ দিয়েছিলেন হার্দিক পাণ্ড্য।
অধিনায়কের দায়িত্ব দেওয়ার পাশাপাশি হার্দিক পাণ্ড্যকে বার্ষিক ১৫ কোটি টাকা দেওয়ার চুক্তি করে গুজরাত শিবির।
২০২২ মরশুমের চ্যাম্পিয়ন্স ও গত আইপিএলের ফাইনালিস্ট গুজরাত শিবিরের অধিনায়ক হার্দিক পেয়েছেন বার্ষিক ১৫ কোটি করে টাকা।
মুম্বই ইন্ডিয়ান্সে এবার দলে ফেরার ক্ষেত্রে অবশ্য চুক্তির অঙ্কে বাড়ল না হার্দিকের বেতন। মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে তাঁর গত দুই মরশুমের আইপিএল বেতন ১৫ কোটি টাকাই দিচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -