RCB: তিনবার ফাইনালে উঠেও হার, ১৬ বছরেও ট্রফি ফস্কানোর অভিশাপ কাটেনি আরসিবির
আইপিএলে এখনও ট্রফি জয়ের স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভাগ্য ফেরাতে এবার কোচ বদলে ফেলল আরসিবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরের মরশুমে ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিদের কোচ হিসাবে দেখা যাবে জ়িম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারকে। তিন বছরের চুক্তিতে দায়িত্ব নিলেন ফ্লাওয়ার।
বরাবরই তারকাখচিত দল। তবে সাফল্য আসেনি। ২০০৮ সালে উদ্বোধনী আইপিএলে সপ্তম স্থানে শেষ করেছিল আরসিবি।
২০০৯ সালে ফাইনালে উঠলেও ট্রফি ফস্কে যায়। ডেকান চার্জার্সের কাছে ৬ রানে হেরে গিয়েছিল আরসিবি।
২০১০ সালের আইপিএলে প্লে অফে উঠলেও তৃতীয় স্থানে শেষ করে আরসিবি।
২০১১ আইপিএলে ফের ফাইনালে ওঠে। তবে চেন্নাই সুপার কিংসের কাছে ৫৮ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়।
২০১২, ২০১৩ ও ২০১৪ - পরপর তিন মরশুম প্লে অফেই উঠতে পারেনি আরসিবি। শেষ করে যথাক্রমে পঞ্চম, পঞ্চম ও ষষ্ঠ স্থানে। ২০১৫ সালে প্লে অফে উঠলেও তৃতীয় হয়।
২০১৬ সালে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে মাত্র ৮ রানে হেরে ট্রফির স্বপ্নভঙ্গ হয় বিরাট কোহলিদের।
২০১৭ থেকে ২০২৩ - আইপিএলে আর কখনও ফাইনাল খেলেনি আরসিবি।
কোচ বদলে কি ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিদের ভাগ্য ফিরবে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -