Hardik Natasa Pic: ছবি কে তুলে দিল, অগ্যস্ত? হার্দিক-নাতাশাকে প্রশ্ন নেটিজেনদের
স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে নিজের চারটি ছবি সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন হার্দিক পাণ্ড্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় দলের তারকা অলরাউন্ডারকে বেশ কিছুদিন পর শুধু নাতাশার সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেল। কারণ, ইদানীং দম্পতির প্রায় সব ছবিতেই হাজির থাকে পুত্রসন্তান অগ্যস্ত।
ছবি দেখে হার্দিক ও নাতাশার সঙ্গে মজা করলেন নেটিজেনরা। অনেকেই জানতে চাইলেন, ছবি তুলে দিল কে, পুত্র অগ্যস্ত?
করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে মাঝপথে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল।
মুম্বই ইন্ডিয়ান্সের তারকা এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।
রবিবার বিশ্ব মাতৃদিবসে মায়ের সঙ্গে হার্দিক-নাতাশা ছবি তুলে পোস্ট করেছিলেন। সেখানে হাজির ছিল খুদে অগ্যস্তও।
সার্বিয়ার মডেল-অভিনেত্রী নাতাশাকে দেখা গেল ছেলের সঙ্গে খোশমেজাজে।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি হার্দিক। প্রশ্ন উঠছে, পিঠের চোটের জন্য বল করতে না পারায় তাঁর টেস্ট কেরিয়ারই অনিশ্চিত কি না। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -