IPL 2021: আইপিএলে ক্যাপ্টেন কোহলির যাত্রা শেষ, আবেগপূর্ণ বার্তা চাহাল-পত্নীর
আইপিএলে অধিনায়ক কোহলির যাত্রা শেষ হল শূন্য হাতে। প্লে অফে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলের ক্রিকেটারেরা যে যাঁর গন্তব্যে বেড়িয়ে পড়লেন। কেউ ফিরলেন দেশে, কেউ রয়ে গেলে সংযুক্ত আরব আমিরশাহিতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে খেলবেন বলে।
আরসিবি শিবির ছেড়ে বেরনোর আগে ক্রিকেটার, তাঁদের স্ত্রী ও সাপোর্ট স্টাফেরা মিলিত হয়েছিলেন একটি বিদায়ী পার্টিতে।
সেখানে বেশ খোশমেজাজেই দেখা গেল আরসিবি ক্রিকেটার ও দলের বাকি সকলকে।
সবচেয়ে প্রাণবন্ত ছিলেন ধনশ্রী বর্মা। লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী।
মহম্মদ সিরাজ ও নভদীপ সাইনির সঙ্গে ছবির জন্য পোজ দেন ধনশ্রী।
কোহলির সঙ্গে ছবিটি দিয়ে ক্যাপশনে ধনশ্রী লেখেন, 'খুব আবেগপূর্ণ রাত ছিল। অনেক ভালবাসা আর শুভেচ্ছা বিনিময় হয়েছে। পরের বার দেখা হবে।'
কোহলি আগেই ঘোষণা করেছেন যে, এবারের আইপিএলের পরই তিনি নেতৃত্ব ছাড়বেন। অর্থাৎ, আইপিএলে আর দেখা যাবে না ক্যাপ্টেন কোহলিকে।
তবে ব্যাটার হিসাবে আইপিএলে খেলে যাবেন কোহলি।
চাহালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া নিয়ে প্রবল বিতর্ক হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -