Indian Premier League: শাহরুখ থেকে প্রীতি, সব কর্ণধাররাই গ্যালারিতে বসলেও, আম্বানিরা কেন IPL-র ম্যাচে বিশেষ সোফায় বসেন?
Ambami Family: বাকি কর্ণঝধারদের থেকে আলাদা, আইপিএলের সময় বিশেষ সোফায় মাঠের পাশে বসার জন্য আম্বানি পরিবার বেশ সমালোচিতও হয়েছে।
কেন আম্বানিদের জন্য এই বিশেষ ব্য়বস্থা?
1/9
আইপিএলের ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের তালিকায় শাহরুখ খান থেকে প্রীতি জিন্টা, কে নেই।
2/9
মহাতারকা কর্ণধাররা কিন্তু সকলেই স্ট্যান্ডে বসেই নিজেদের দলের হয়ে গলা ফাটান। ব্যতিক্রম শুধু আম্বানি পরিবার।
3/9
মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধাররা গ্যালারিতে নয়, বরং মাঠের বাউন্ডারি লাইনের পাশে বিশেষ এক সোফায় বসেই খেলা দেখেন।
4/9
বাকিদের ক্ষেত্রে থেকে মুম্বই সমর্থকদের জন্য এই নিয়ম ভিন্ন কেন সেই নিয়ে অনেকেরই মনে বারংবার প্রশ্ন জেগেছে।
5/9
বিশ্বের সবথেকে ধনী ও প্রভাবশালী পরিবারগুলির অন্যতম আম্বানি পরিবার। তাঁদের এই বাউন্ডারির পাশে বসার কারণ সম্পর্কে কিন্তু বিসিসিআইয়ের তরফে কোনওদিনই কিছু বলা হয়নি।
6/9
আসলে শুধু আম্বানি পরিবার নয়, বিসিসিআইয়ের তরফে সকল ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদেরই এই সুবিধা দেওয়া রয়েছে।
7/9
কর্ণধাররা চাইলে নিজেদের ইচ্ছামতোই নিজেদের ঘরের মাঠে বসার জন্য বিশেষ বন্দোবস্ত করতে পারেন।
8/9
শর্ত একটাই, গোটা বিষয়ে যাতে ম্যাচ বা নিরাপত্তাজনিত কোনও বাধার সৃষ্টি না হয়। অর্থাৎ বাকি কর্ণধারও চাইলে বাউন্ডারির পাশে বিশেষ ব্যবস্থা করে বসতেই পারেন, কিন্তু তারা এমনটা কেউই করেন না।
9/9
পাশাপাশি মাঠের কাছে বসায় ক্যামেরায় বারংবার আম্বানিদের সহজেই দেখাও যায়। তাঁদের বিশ্বজুড়ে যথেষ্ট সুনাম রয়েছে। তাই আখেরে লাভ টুর্নামেন্টেরই হয়। প্রচারও বাডে। এই কারণেই বিসিসিআইয়ের তরফে এই বিষয়ে কোনওদিনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ছবি-পিটিআই/আইএএনএস।
Published at : 05 Jun 2025 12:52 AM (IST)