IPL Finals Record : দু'বার ফাইনালে উঠে জোড়া ট্রফি কেকেআরের, চেন্নাইয়ের নবম ফাইনাল, খেতাবি লড়াইয়ের আগে ঝলকে গুরুত্বপূর্ণ সব তথ্য

আইপিএলের খেতাবি লড়াইয়ে নবমবার নামছে চেন্নাই সুপার কিংস। নয় বার ফাইনালে খেলতে নেমে তিনবার খেতাব জিতেছে চেন্নাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অপরদিকে দুবার ফাইনালে উঠে দুবারই খেতাব জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এবার খেতাবের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে তারা।

২০১২ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। যে লড়াইয়ে ধোনির চেন্নাইকে টেক্কা দিয়ে প্রথমবার আইপিএল খেতাব জিতেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর।
২০০৮ সালের প্রথম আইপিএল ফাইনালে শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের কাছে ফাইনালে হেরেছিল চেন্নাই সুপার কিংস।
২০১০ সালে প্রথমবার আইপিএল খেতাব জেতে চেন্নাই সুপার কিংস। ফাইনালে তারা হারায় মুম্বি ইন্ডিয়ান্সকে।
২০১১ সালে ফের একবার ফাইনালে উঠে দ্বিতীয়বার খেতাব জেতে চেন্নাই সুপার কিংস। যেবার তারা ফাইনালে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
পারফরম্যান্সের দিক থেকে অন্যতম ধারাবাহিক দল হলেও ২০১৮ সালে তৃতীয় আইপিএল খেতাব জেতে সিএসকে।
গত বছর ফাইনালে ফের হারতে হয়েছিল চেন্নাইকে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারে সিএসকে।
প্রথম লেগে ধারাবাহিকতার অভাব থাকলেও দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিএসকে।
সংযুক্ত আরব আমিরশাহিতে পারফরম্যান্সের দিক থেকে অবশ্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ইয়ন মর্গ্যানের দল। এবার তাদের হাতে খেতাব ওঠে কি না, সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -