IPL 2021: সব বিভাগই প্রচণ্ড শক্তিশালী, এবারও আইপিএল জয়ের অন্যতম দাবিদার মুম্বই ইন্ডিয়ান্স
করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য এবারের আইপিএল মাঝপথে বন্ধ হয়ে গেলেও, এবার সংযুক্ত আরব আমিরশাহিতে ফের শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার থেকে শুরু আইপিএল-এর ১৪-তম সংস্করণের বাকি অংশ।
এবারও আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দল যথেষ্ট শক্তিশালী। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগও বিপক্ষ দলগুলিকে চাপে ফেলে দেওয়ার মতো।
মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা অধিনায়ক রোহিত শর্মা, ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরেন পোলার্ড, ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ, অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।
মুম্বই ইন্ডিয়ান্সের টপ অর্ডার দারুণ শক্তিশালী। রোহিত ফর্মে আছেন। ইংল্যান্ড সফরে তিনিই ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। শ্রীলঙ্কার বিরুদ্ধ দক্ষিণ আফ্রিকার সিরিজে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন কুইন্টন ডি কক। তিনি এখন টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা ১০ জন ব্যাটসম্যানের তালিকায় আছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, পোলার্ড, হার্দিকের মতো বিগ হিটাররা আছেন। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার ও ঈশান। ফলে তাঁরা আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখিয়ে টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার চেষ্টা করবেন।
গত মরসুমে আইপিএল-এর পুরোটাই হয়েছিল আমিরশাহিতে। সেবার ১৫ ম্যাচে ২৭ উইকেট নেন বুমরাহ। তাঁর স্যুইং বল ও ইয়র্কার বিপজ্জনক হয়ে উঠেছিল। তিনি এবারও দলের ভরসা।
রাহুল চাহারের লেগ-স্পিন বোলিংও আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের ভরসা। তিনি গতবারের আইপিএল-এ ১৫ উইকেট নেন।
অভিজ্ঞ অলরাউন্ডার পোলার্ড আইপিএল-এর গত কয়েকটি মরসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এবারও তাঁর কাছ থেকে ভাল পারফরম্যান্সের আশায় দল।
হার্দিকও এবারের আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখাতে মরিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -